• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিঞ্চ-ওয়ার্নারের ১২৩ রানের জুটি ভাঙলেন মঈন আলী

  ক্রীড়া ডেস্ক

২৫ জুন ২০১৯, ১৬:৫৯
ওয়ার্নার-ফিঞ্চ
লর্ডসে ফিঞ্চ-ওয়ার্নারের শতরানের জুটি (ছবি : সংগৃহীত)

২৩তম ওভারে এসে সফল ইংলিশরা। অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে সুবিধা আদায় করতে পারেনি তারা। ওপেনিং জুটিতে ১২৩ রান তুলে নিয়েছেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ৫৩ রানে ওয়ার্নারকে থামিয়ে দেন মঈন আলী। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ ধরেন জো রুট।

কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থ ছিলেন তারা। সাত ম্যাচের বাকি ছয়টিতে পঞ্চাশের বেশি জুটি ফিঞ্চ -ওয়ার্নারের। এ বিশ্বকাপে এমন ধারাবাহিতা নেই আর কোনো ওপেনিং জুটির। এ বিশ্বকাপে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ১৪৬ রানও তোলেন তারা।

ক্রিকেটের ঐতিহাসিক ময়দান লর্ডসে টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এ আসরে এ নিয়ে পাঁচ ম্যাচে প্রথমে ব্যাট করছে তারা। দুজন ভালো করেই জানেন কীভাবে শুরুতে ক্রিজে জমে গিয়ে পরিকল্পিত ক্রিকেট খেলতে হয়।

ক্রিস ওকস, জোফরা আর্চার, মার্ক উড, বেন স্টোকস চার পেসারের বিপক্ষে সাবলীল ব্যাট চালান ওয়ার্নার ও ফিঞ্চ। শুরুতে রান তোলায় ধীর গতি থাকলেও দ্রুত অজিদের স্কোরবোর্ডকে সমৃদ্ধ করেন দুই ওপেনার। ১১ ওভার পাঁচ বলে তারা যোগ করেন ৫০ রান। পরের পঞ্চাশ যোগ করেছেন তারা ছয় ওভারে। এ নিয়ে এ বিশ্বকাপে তৃতীয়বারের মতো শতরানের জুটি অজি ওপেনারদের।

১৯তম ওভারের প্রথম বলে ক্যারিয়ারের ২৫তম হাফসেঞ্চুরি পূর্ণ করেন ফিঞ্চ। নয়টি বাউন্ডারি হাঁকান অজি অধিনায়ক। পরের ওভারে ওয়ার্নারও তুলে নেন ২০তম হাফসেঞ্চুরি। তার হাফসেঞ্চুরিতে ছিল ছয়টি চার।একই সঙ্গে প্রথম ব্যাটসম্যান হিসেবে এ বিশ্বকাপে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন ওয়ার্নার।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড