• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

২৫ জুন ২০১৯, ১৫:০৩
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
লর্ডসে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (ছবি: সংগৃহীত)

এ যেন অ্যাশেজের আগে আরেকটি অ্যাশেজ। ম্যাচটি আবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে সবশেষ তিনবারের দেখায় প্রতিটিতে জিতেছে অস্ট্রেলিয়া। সবশেষ ১৯৯২ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংলিশরা।

বিশ্বকাপের এ আসরে ছয় ম্যাচের পাঁচটি জেতেছে অজিরা। সমান ম্যাচে, চার জয় পেয়েছে ইংলিশরা। এ ম্যাচ জিতলে প্রথম দল হিসেবে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত হবে অজিদের। এ ম্যাচে দুইটি পরিবর্তন এনেছে অজিরা। লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বদলে আছেন অফস্পিনার নাথান লায়ন, নাথান কোল্টার নাইলের বদলে আছেন জেসন বেহরনডরফ। অপরদিকে, একাদশ অপরিবর্তিত রেখেছে স্বাগতিক শিবির।

অস্ট্রেলিয়া একাদশ

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়িনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কোল্টার নাইল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ওয়েইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও লিয়াম প্লাঙ্কেট।

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোটস।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড