• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সফট সিগন্যাল’ বিতর্ক এড়াতে আরেক বিতর্কিত নিয়ম

  ক্রীড়া ডেস্ক

২৪ জুন ২০১৯, ২১:৩১
ক্রিকেটে সফট সিগন্যাল নিয়ম
সফট সিগন্যাল নিয়মের কারণে আউট লিটন (ছবি : সংগৃহীত)

ক্রিকেটে কোনো বিষয়ে সিদ্ধান্তের ব্যাপারে মাঠের আম্পায়ার পাশ কাটাতে পারবে না, অমীমাংসিত বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়ার আগে তাকে একটা সিদ্ধান্ত জানাতে হবে। ক্রিকেটের পরিভাষায় এটাই সফট সিগন্যাল।

প্রযুক্তির সাহায্য নিয়েও অনেক সময় তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিতে অস্বস্তিতে ভোগেন। কারণ তার একটা সিদ্ধান্তের কারণে ম্যাচের ফলাফল পরিবর্তন হয়ে যেতে পারে। মূলত তৃতীয় আম্পায়ারকে বিতর্কের উর্ধ্বে রাখতে কিংবা তার সিদ্ধান্ত জানাতে সহজ করতে রিভিউ সিস্টেমে এই প্রথা চালু করেছে আইসিসি।

তবে এ সিদ্ধান্তটি এখন পর্যন্ত বিতর্কের উর্ধ্বে উঠতে পারেনি। তবু নিয়মের বেড়াজালে কোনো এক পক্ষের অনুকূলে সিদ্ধান্ত জানাতে হয় আম্পায়ারকে। এ বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার এরকম ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি কেনিংটন ওভালে (১৫ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময়। ধনঞ্জয় ডি সিলভা কেন রিচার্ডসনের বলে ক্যাচ তুলে দিলে তা লুফে নেন বেহরেনডরফ। তবে ক্যাচটি এতোট সংশয়পূর্ণ ছিল যে মাঠের আম্পায়ার সাহায্য চান তৃতীয় আম্পায়ারের। এরপূর্বে তিনি সফট সিগন্যাল হিসেবে নটআউট ঘোষণা করেন। এতে টিভি আম্পায়ারও এই সিদ্ধান্ত বহাল রাখেন।

পরের ঘটনাটি (২৩ জুন) পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে। লর্ডসে এ ম্যাচে ক্রিস মরিসের বলে ফখর জামানের ক্যাচ লুফে নেন তাহির। বেশ আত্মবিশ্বাসী ছিলেন তাহির ক্যাচটি ধরার ব্যাপারে। তবে এটিও সংশয়পূর্ণ থাকায় মাঠের আম্পায়ার সফট সিগন্যালে নটআউট ঘোষণা করেন। তৃতীয় আম্পায়ারও সিদ্ধান্ত বহাল রাখেন।

তৃতীয় ঘটনাটি বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে। অফস্পিনার মুজিব উর রহমানের বল লিটন দাসের ক্যাচ ধরেন হাশমতউল্লাহ শহীদী। এক্ষেত্রে মাঠের আম্পায়ার সফট সিগন্যালে আউট বলে সিদ্ধান্ত জানান। টিভি আম্পায়ার আলিম দার অনেকবার যাচাই করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। এতে সংশয়পূর্ণভাবে ১৬ রানে বিদায় নেন লিটন।

এর আগেও এ ধরনের সফট সিগন্যাল বিতর্ক ছড়িয়েছে। গত বছর পার্থ টেস্টে বিরাট কোহলি হ্যান্ডসকম্বের ক্যাচে পরিণত হন। যা বিতর্ক এড়াতে পারেনি। ২০১৮ সালের জানুয়ারিতে মার্ক উডের বলে স্টিভেন স্মিথের ক্যাচ ধরেন উইকেটরক্ষক জস বাটলার। সফট সিগন্যালের মারপ্যাঁচে আউট হন স্মিথ। আইপিএলেও এ ঘটনার নজির রয়েছে।

ওডি/এন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড