• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক ম্যাচে এত রান এর আগে দেখেনি বিশ্বকাপ

  ক্রীড়া ডেস্ক

২১ জুন ২০১৯, ০২:২৭
মাহমুদউল্লাহ রিয়াদ
ছবি : টুইটার

বিশ্বকাপের ২৬তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানের ব্যবধানে পরাজয় বরণ করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ৩৮১ রানের জবাবে বাংলাদেশ সংগ্রহ করে ৩৩৩ রান। ম্যাচ হেরে গেলেও এটি টাইগারদের ওয়ানডেতে সর্বোচ্চ সংগ্রহ। এছাড়া বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ রান হয়েছে এ ম্যাচে।

ব্যাটিংয়ে নেমে ওয়ার্নারের ১৬৬, ওসমান খাজার ৮৯ ও অধিনায়ক ফিঞ্চের ৫৩ রানের উপর ভর করে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা সংগ্রহ করে ৩৮১ রান। জবাবে লড়াই করে হারে টাইগাররা। ম্যাচের ৪০ ওভার পর্যন্ত জয়ের সম্ভাবনা জাগিয়ে রেখেও তারা হেরে যায় ৪৮ রানে। মুশফিকের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির উপর ভর করে তারা সংগ্রহ করে ৩৩৩ রান। এছাড়া দলের পক্ষে মাহমুদউল্লাহ ৬৯, তামিম ৬২ ও সাকিব ৪১ রান করেন।

দুইদলের ব্যাটিং তান্ডবে রান বন্যা হয়েছে ট্রেন্টব্রীজে। ছাড়িয়ে গিয়েছে বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। ম্যাচে সর্বমোট রান হয়েছে ৭১৪ যা বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড