• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

গল্পটা অন্যরকম হতে পারত: মাশরাফি

  ক্রীড়া ডেস্ক

২১ জুন ২০১৯, ০২:০৩
মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা (ছবি : সংগৃহীত)

৩৮১ রানের পাহাড় তাড়া করে ম্যাচ জয়ের ঘটনা বিশ্বকাপে কখনও ঘটেনি। এর আগে সর্বোচ্চ ৩২৯ রান তারা করে জিতেছিল আইরিশরা। বড় রান তাড়া করে পরের জয় দুইটিই অবশ্য বাংলাদেশের। তবে ম্যাচ হারলেও অজিদের বিপক্ষে আজকে ব্যাটিং গ্রাফে ৪০ ওভার পর্যন্ত বাংলাদেশই এগিয়ে ছিল। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা ৪৮ রানে হারতে হয়েছে মাশরাফিদের।

অস্ট্রেলিয়ার ৩৮১ রানের জবাবে বাংলাদেশ সংগ্রহ করে তাদের ইতিহাস সেরা ৩৩৩ রান। তবে বোলারদের ব্যর্থতায় ৪০-৫০ রান বেশি দেয়ার আক্ষেপ মাশরাফির কন্ঠে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, 'আমি মনে করি আমরা প্রথম ইনিংসে ৪০-৫০ রান বেশি দিয়ে ফেলেছি। অন্যথায় ওদের রান ৩৩০-৩৪০ হলে গল্পটা অন্যরকম হতে পারত।'

এ দলকে ওয়ানডেতে বাংলাদেশের সেরা দল বলেছেন মাশরাফি। মুশফিক, সাকিব, তামিমদের ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন তিনি। তবে আরেকবার অস্ট্রেলিয়ার রান বেশি হওয়ার আক্ষেপ প্রকাশ করলেন তিনি। মাশরাফি বলেন, 'মুশফিক, সাকিব, তামিম দারুণ ব্যাটিং করেছে। মাহমুদউল্লাহও শেষ পর্যন্ত দুর্দান্ত ছিলো। এটাই ওয়ানডেতে আমাদের সেরা দল। সত্যি বললে আমরা প্রথম বল থেকেই ইতিবাচক ছিলাম। শুরুতে সৌম্য আউট হয়ে গেলেও তামিম-সাকিব ভালো জুটি গড়েছে। কিন্তু ৩৮১ রান আসলে অনেক বেশিই ছিল।'

সবশেষে প্রতিপক্ষের কৃতিত্ব দিতেও ভোলেননি বাংলাদেশের অধিনায়ক। ওয়ার্নার এবং অস্ট্রেলিয়ায় প্রশংসা করে তিনি বলেন, 'তবে যত কথাই হোক, মূল কৃতিত্ব অবশ্যই ওয়ার্নার এবং অস্ট্রেলিয়ার অন্যান্য ব্যাটসম্যানদের। এখন আমাদের বাকি থাকা সব ম্যাচ জিততে হবে এবং অন্যদের ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড