• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশের যত অর্জন 

  ক্রীড়া ডেস্ক

২১ জুন ২০১৯, ০০:৪৪
মুশফিকুর রহীম (ছবি : সংগৃহীত)
মুশফিকুর রহীম (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। মুশফিকের শতকে শেষ পর্যন্ত লড়াই করে গেলেও অজিদের ৩৮১ রানের পাহাড় টপকাতে পারেনি তারা। মুশফিকের সেঞ্চুরিতে নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ ৩৩৩ রান করলেও বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হারতে হল টাইগারদের।

এ বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে বাংলাদেশ মাত্র দুইটি জিতলেও করেছে একের পর এক রেকর্ড, নতুন করে লিখিয়েছে নিজেদের অনেক ইতিহাস। তারই ধারাবাহিকতায় অজিদের বিপক্ষে হারলেও বুক চিতিয়ে লড়াই করে গেছে মুশফিক-মাহমুদউল্লাহরা, স্কোরবোর্ডই তার প্রমান। ৫০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে আট উইকেটে ৩৩৩ রান যা বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ। শুধু বিশ্বকাপেই নয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। এর আগের রেকর্ডটিও ছিল চলতি বিশ্বকাপে। নিজেদের প্রথম ম্যাচে ৩৩০ রান করে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছিল টাইগাররা। রেকর্ড গড়লেও আজ আর জয়ের দেখা পাওয়া হল না মাশরাফিদের।

বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকালেন মুশফিক। ৯ চার ও ১ ছয়ে তার ৯৭ বলে সাজানো ১০২ রানের অপরাজিত সেঞ্চুরিটি চলতি বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি। আগের দুইটি সেঞ্চুরিই করেছেন সাকিব আল হাসান। ১৯৯৯ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া বাংলাদেশকে প্রথম ব্যক্তিগত সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয়ছে ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত। সেখানে গত দুই বিশ্বকাপেই সেঞ্চুরির সংখ্যা পাঁচ আর চলমান বিশ্বকাপে এ সংখ্যা এখন পর্যন্ত তিন।

৩৩৩ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১১ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার ৩৬১ রানের জবাবে বাংলাদেশ সংগ্রহ করেছিল ২৯৫ রান। নিজদের সর্বোচ্চ দলীয় স্কোরের পাশাপাশি অস্ট্রেলিয়ায় বিপক্ষে প্রথমবার ৩০০ পেড়লো টাইগাররা।

সব মিলিয়ে দ্বিতীয় ও বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পেলেন মুশফিক। তার ১০২ রান অজিদের বিপক্ষে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড