• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

পার্টটাইমার সৌম্যই ফেরালেন বিধ্বংসী ওয়ার্নারকে

  ক্রীড়া ডেস্ক

২০ জুন ২০১৯, ১৮:৩৫
সৌম্য সরকার (ছবি : সংগৃহীত)
সৌম্য সরকার (ছবি : সংগৃহীত)

ট্রেন্টব্রিজে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার স্কোর : ৩২১/২ (৪৫ ওভার)

সৌম্যর আরেকটি ব্রেক থ্রু, ফিরলেন ওয়ার্নার :

বাংলাদেশ দলের 'পার্টটাইম' বোলার ওপেনার সৌম্য সরকার। দলের তারকা বোলাররা যখন উইকেট নিতে ব্যর্থ হন; ঠিক তখনই ব্রেক থ্রু এনে দেন সৌম্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই করে দেখালেন। ফিঞ্চ-ওয়ার্নারের ১২১ রানের জুটি ভাঙার পর বাংলাদেশের হয়ে দ্বিতীয় ব্রেক থ্রুটিও এনে দেন তিনি।

এরপর ১৯২ রানের ওয়ার্নার-খাওায়াজার জুটিও ভাঙেন সৌম্য! ফিঞ্চের বিদায়ের পর এই দুই ব্যাটসম্যান টাইগার বোলারদের ওপর তাণ্ডব চালায়। একে একে টাইগার পেসার-স্পিনাররা আসলেও জুটি ভাঙতেই পারছেন না। এরপরই অজিদের মূল্যবান জুটিটি ভাঙেন সৌম্য।

ইনিংসের ৪৫তম ওভারে সৌম্যর দ্বিতীয় বলে রুবেল হোসেনের কাছে ক্যাচ তুলে দিয়ে ফিরেন ওয়ার্নার। যাওয়ার আগে ১৪৭ বলে ১৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। যা এই বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংস! তার এই ইনিংসটি সাজানো ছিল ১৪টি চার ও ২টি ছক্কার মারে।

হাফসেঞ্চুরি তুলে নিলেন খাওয়াজাও :

ইংনিসের ৩৮তম ওভারে পেসার রুবেল হোসেনের পঞ্চম বলে ডান দিকে এক রান নিয়ে পঞ্চাশ রান স্পর্শ করেছেন দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাওয়াজা। ফিফটিতে পৌঁছাতে ৪৯ বল মোকাবিলা করে ৪টি চার মেরেছেন তিনি। ক্যারিয়ারে এটা তার ১১তম পঞ্চাশোর্ধ্ব রান। ডেভিড ওয়ার্নারের সঙ্গে দারুণ এক জুটি গড়ে অজিদের এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। ফলে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে অস্ট্রেলিয়া।

৩৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ এক উইকেটে ২৩৭ রান। ওয়ার্নার ১৩৩ ও খাওায়াজা ৫৪ রানে ব্যাট করছেন।

ওয়ার্নারের সেঞ্চুরিতে এগোচ্ছে অস্ট্রেলিয়া :

দলীয় ১২১ রানে ওপেনার ফিঞ্চকে হারায় অস্ট্রেলিয়া। এতে দুই তিন ওভারে কিছুটা চাপ নিয়েই খেলে অজিরা। আরেক প্রান্তে থাকা ডেভিড ওয়ার্নার ঠিকই সেই ধাক্কা সামলে নিচ্ছেন। ওয়ানডাউনে নামা উসমান খাওয়াজাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখছেন।

এরই মধ্যে সেঞ্চুরি ওয়ার্নার করে ফেলেছেন। সাকিব আল হাসানের করা ৩৩তম ওভারের প্রথম বলে লেগ সাইডে এক রান নিয়ে ৯৯ থেকে ১০০তে পৌঁছে যান এই অজি ওপেনার। ১১০ বলে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরিটি করেন তিনি।

ওয়ার্নারের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে বড় লিডের পথে অজিরা। এই অজি ওপেনারকে যোগ্য সঙ্গ দিচ্ছেন খাওয়াজা। তিনিও পৌঁছে গেছেন ফিফটির কাছে। ৪৪ বলে ৪২ রানে ব্যাট করছেন খাওয়াজা।

সাকিবকে টপকে ফিরলেন ফিঞ্চ :

অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ওভার করতে এসে সফল হন সৌম্য সরকার। সৌম্যের লাফিয়ে ওঠা একটি বল ঠিকমতো খেলতে পারেননি ফিঞ্চ। শর্ট থার্ড ম্যান অঞ্চল থেকে সহজে ক্যাচটি লুফে নেন রুবেল হোসেন। এতে ১২১ রানের ওপেনিং জুটি ভাঙে অজিদের। ২১তম ওভারে ৫৩ রান করে আউট ফিঞ্চ।

টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া। প্রথম থেকে দেখেশুনে ব্যাট করেন দুই ওপেনার ফিঞ্চ ও ওয়ার্নার। ১৬ ওভার ৩ বলে দুজন গড়েন শতরানের জুটি। চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয়বারের মতো শতরানের জুটি ফিঞ্চ-ওয়ার্নারের। চারটি চার ও দুইটি ছক্কায় ২০তম হাফসেঞ্চুরির করেন ওয়ার্নার। আরেকপ্রান্তে পাঁচটি চার ও দুইটি ছক্কায় ২৪তম হাফসেঞ্চুরি করেন ফিঞ্চ।

১২ রানে জীবন পেয়ছিলেন ওয়ার্নার তবে সাব্বিরের ক্যাচ মিসে উইকেটে টিকে রয়েছেন অজি ওপেনার। অপরদিকে, ৫৩ রানে আউট হওয়ার আগে সাকবকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ সংগ্রহ গড়েছেন অজি অধিনায়ক।

সহজ ক্যাচ মিস করলেন সাব্বির :

পাঁচ ওভারেই ব্রেক থ্রু আনার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মাশরাফির বলে ওয়ার্নারের ক্যাচ ফেলে দেন সাব্বির রহমান। এতে ১০ রানে জীবন পেলেন অজি ওপেনার। ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করছিলেন সাব্বির। জীবন পেয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে থাকেন ওয়ার্নার। অপরপ্রান্তে থাকা অ্যারন ফিঞ্চকে নিয়ে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া :

টানা সাত ম্যাচ টস হেরে অবশেষে টসে জয়ের মুখ দেখলেন অ্যারন ফিঞ্চ। এবারের বিশ্বকাপে এটাই প্রথম টস জয় অজিদের। ট্রেন্টব্রিজে শুরুর দশ ওভারে বোলাররা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ক্রমে ব্যাটিং উপযোগী হবে উইকেট। তাই কোনো চিন্তা না করে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক।

বিশ্বকাপে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট মাশরাফিদের। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ও শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে টাইগার শিবির। অপরদিকে, ভারতের কাছে হারলেও পাঁচ ম্যাচের চারটিতে জিতে আট পয়েন্ট পেয়েছে ফিঞ্চের অস্ট্রেলিয়া।

বাংলাদেশ দলে এসেছে দুইটি পরিবর্তন। পেস অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের চোটের কারণে পেসার রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধে ব্যথার কারণে দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান।

এ দিকে, অস্ট্রেলিয়া দলে এসেছে তিনটি পরিবর্তন। কেন রিচার্ডসনের জায়গায় স্পিনার অ্যাডাম জাম্পা, শন মার্শের পরিবর্তে পেস অলরাউন্ডার মার্কাস স্টয়িনিস ও বেহরেনডরফের জায়গায় খেলবেন নাথান কোল্টার নাইল।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়িনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কোল্টার নাইল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যডাম জাম্পা।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড