• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপের সর্বোচ্চ সংগ্রহটিও আফগানদের সঙ্গে

  ক্রীড়া ডেস্ক

১৮ জুন ২০১৯, ২১:০০
ইংল্যান্ড- আফগানিস্তান
মরগানের ক্যারিয়ার সেরা ১৪৮ রানের ইনিংস (ছবি : সংগৃহীত)

ওল্ডট্রাফোর্ডে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৯৭ রান করেছে ইংল্যান্ড। যা বিশ্বকাপে কোন দলের ষষ্ঠ সর্বোচ্চ সংগ্রহ। তবে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। এউইন মরগানের ক্যারিয়ার সেরা ১৪৮, বেয়ারস্টোর ৯০ ও জো রুটের ৮৮ রানে এ বিশাল সংগ্রহ গড়ে ইংলিশরা।

বিশ্বকাপের সর্বোচ্চ সংগ্রহটিও আসে আফগানদের বিপক্ষে। গত বিশ্বকাপে পার্থের ওয়াকা গ্রাউন্ডে অস্ট্রেলিয়া এ রেকর্ড গড়ে। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ভারতের। ২০০৭ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ভারত বিদায় নেয়। তবে সে আসরে নিজেদের শেষ ম্যাচে দূর্বল বারমুডাকে পেয়ে ৫ উইকেটে ৪১৩ রান করে টিম ইন্ডিয়া।

বিশ্বকাপের তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ দক্ষিণ আফ্রিকার। গত বিশ্বকাপে ক্যানবেরা ও সিডনিতে যথাক্রমে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে ৪১১ ও ৫ উইকেটে ৪০৮ রান তোলে প্রোটিয়ারা। বিশ্বকাপের পঞ্চম সংগ্রহ শ্রীলঙ্কার। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ক্যান্ডিতে ৫ উইকেটে ৩৯৮ রান তোলে লঙ্কানরা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড