• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মরগানের ঝড়ো সেঞ্চুরিতে আফগানদের টার্গেট ৩৯৮ রান

  ক্রীড়া ডেস্ক

১৮ জুন ২০১৯, ১৯:২২
এউইন মরগান
এউইন মরগানের বিশ্বকাপে সেঞ্চুরি (ছবি: সংগৃহীত)

ম্যানচেস্টারে মরগান ঝড়ে উড়ে গেছে আফগান বোলিং। ৭১ বলে ক্যারিয়ার সেরা ১৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইংল্যান্ডের অধিনায়ক। এতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৯৭ রান তোলে ইংল্যান্ড। যা বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। বিশ্বকাপ ইতিহাসে এর চেয়ে পাঁচটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ আছে।

কয়েকদিন আগে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রান তোলে ইংলিশরা। এবার নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙলো ৩৯৭ রান তুলে। যা এ বিশ্বকাপের সর্বোচ্চ সংগ্রহ। শেষ ১০ ওভারে ১৪৩ রান তোলে স্বাগতিকরা।

বিশ্বকাপ ইতিহাসে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান গড়লো ইংল্যান্ড। গত আসরে আফপানদের বিপক্ষে ৬ উইকেটে ৪১৭ রান তোলে অস্ট্রেলিয়া, যা বিশ্বকাপে কোন দলের সর্বোচ্চ সংগ্রহ। বিশ্বকাপে অস্ট্রেলিয়া ছাড়া ভারত ও দক্ষিণ আফ্রিকাই কেবল ৪০০ রান তোলে। এর মধ্যে প্রোটিয়ারা ৪০০ রান তুলেছে দুইবার।

এ ম্যাচের আগে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ২৪টি ছক্কা ছিলো ইংল্যান্ডের। এ বছর ওয়েস্ট ইন্ডিজের সেন্ট জর্জেসে এই নজির দেখায় ইংলিশরা। এবার ২৫টি চক্কা মেরে নিজেদের দলীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভাঙলো তারা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন মরগান। জেসর রয়ের চোটের কারণে জেমস ভিন্সর সঙ্গে ওপেনিংয়ে নামেন জনি বেয়ারস্টো। তবে এ জুটি ভাঙে ৪৪ রানে। এরপরই বেয়ারস্টো ও জো রুটের আত্মবিশ্বাসী ব্যাটিং। দ্বিতীয় উইকেটে ১২০ রান যোগ করেন রুট-বেয়ারস্টো। ৯৯ বলে ৯০ রান করে আউট বেয়ারস্টো। ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা মারেন ইংলিশ ওপেনার।

তৃতীয় উইকেটে রুটকে নিয়ে ১৮৯ রানের বিধ্বংসী জুটি গড়েন মরগান। মাত্র ১০২ বলে এ জুটি গড়েন তারা। এ বিশ্বকাপে সাকিব-লিটনের সমান সর্বোচ্চ জুটির রেকর্ডে ভাগ বসান তারা। রুট একপ্রান্তে সিঙ্গেল তুলে নিলেও মারমুখী হন ইংল্যান্ডের অধিনায়ক। ২ রানের জন্য দেড়শ থেকে বঞ্চিত হলেন তিনি। মরগানকে আউট করেন গুলবাদিন নায়েব।

অপরপ্রান্তে রুট তাঁর ৩২তম হাফসেঞ্চুরিকে পারেননি সেঞ্চুরিতে রূপ দিতে। ৮২ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৮৮ রান করে তিনিও গুলবাদিনের শিকার হন। বিশ্বকাপে সাকিবের পরই দ্বিতীয় সর্বোচ্চ রান এখন রুটের। বিশ্বকাপের এ আসরে পাঁচ ম্যাচে রুটের সংগ্রহ ৩৬৭ রান। শেষদিকে, ১ চার ও ৪ ছক্কায় ৯ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন মঈন আলি। আফগানদের পক্ষে গুলবাদিন নায়েব ৬৮ রানে ৩ উইকেট নেন।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড