• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছক্কার বিশ্ব রেকর্ড মরগানের

  ক্রীড়া ডেস্ক

১৮ জুন ২০১৯, ১৮:৪০
এউইন মরগান
আফগানদের বিপক্ষে ছক্কা বৃষ্টি মরগানের (ছবি: সংগৃহীত)

ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি ১৭টি ছক্কার রেকর্ড গড়লেন এউইন মরগান। টপকে গেলেন রোহিত শর্মা, ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের ১৬ ছক্কার রেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে ম্যানচেস্টারে এ রেকর্ড গড়েন মরগান। মাত্র ৭১ বলে ১৪৮ রান করে আউট হওয়ার আগে ইংলিশ অধিনায়ক, বাউন্ডারি হাঁকান মাত্র চারটি। এটি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি মরগানের।

বিশ্বকাপের চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন ইংলিশ অধিনায়ক। সেঞ্চুরি করতে মরগান খেলেছেন ৫৭টি বল। এ অর্জনে ৩টি চার ও ১১টি ছক্কা হাঁকান ইংলিশ অধিনায়ক। ৫০ বলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করেন আয়ারল্যন্ডের কেভিন ও ব্রায়েন। বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিটি গ্লেন ম্যাক্সওয়েলের। ৫১ বলে গত বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকান এ অজি তারকা। ৫২ বলে তৃতীয় দ্রুততম সেঞ্চুরিটি করেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

হাফসেঞ্চুরি করতে ৩৬ বল খেলতে হয় মরগানকে। পরের পঞ্চাশ করেন মাত্র ২১ বলে। একই সঙ্গে এ বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিটি এখন এ বাঁহাতি ব্যাটসম্যানের। সাকিব গতকাল (সোমবার) ৮৩ বলে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডডিজের বিপক্ষে। ২৬ বল কম খেলে সাকিবকে টপকে যান মরগান।

একই সঙ্গে বিশ্বকাপে ইংলিশ অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন মরগান। ২০১১ সালে ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে অধিনায়ক হিসেবে অ্যান্ড্র স্ট্রস ১৫৮ রান করেন। ইংল্যান্ডের জার্সিতে এটা ১২তম ওয়ানডে সেঞ্চুরি মরগানের। মার্কাস ট্রেসকোথিকের সমান তিনিও দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি পেলেন ইংল্যান্ডের হয়ে। সেঞ্চুরির তালিকায় ইংলিশদের মধ্যে মরগানের চেয়ে বেশি সেঞ্চুরি কেবল সতীর্থ জো রুটের। রুট ক্যারিয়ারে ১৬টি সেঞ্চুরি হাঁকান। তবে ক্যারিয়ারে আরেকটি সেঞ্চুরি মরগান করেন আয়ারল্যান্ডের হয়ে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড