• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানদের বিপক্ষে বড় সংগ্রহের আশায় ইংল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

১৮ জুন ২০১৯, ১৭:১৪
জনি বেয়ারস্টো
জনি বেয়ারস্টোর ব্যাটিং (ছবি : সংগৃহীত)

ম্যানচেস্টারেসতর্ক হয়ে ব্যাট করছে ইংল্যান্ড। এশিয়ার মতো কন্ডিশনে মিল রয়েছে এই ভেন্যুটির। আফগানরাও শুরু থেকে স্পিন আক্রমণে যায়। তবে ইংলিশদের অতি ঠান্ডা মাথায় ব্যাট করার কারণে সুবিধা পায়নি আফগানরা। ১৮তম ওভারে স্কোরবোর্ডে ১০০ রান তোলে ইংল্যান্ড।

টস জিতে নির্ধিদ্বায় ব্যাটিং বেছে নেন মরগান। জেসন রয়ের চোটের কারণে জেমস ভিন্স ওপেনিংয়ে নামেন জনি বেয়ারস্টোর সঙ্গে। এ দুজনের জুটি ভাঙে ৪৪ রানে। পেসার দৌলত জাদরানের শর্ট বলে পুল শট খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে মুজিব উর রহমানের হাতে ক্যাচ তুলে দেন ভিন্স। ২৬ রানে আউট হন তিনি।

অন্যপ্রান্তে, বেয়ারস্টো দ্বিতীয় উইকেটে জো রুটকে নিয়ে গড়েন শতরানের দায়িত্বশীল জুটি। ক্রমে মারমুখি হয়ে উঠে বেয়ারস্টো তুলে নেন ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরি। ৬১ বল খেলে পাঁচটি চার ও এক ছক্কা ছিল তার এ অর্জনে। আফগানদের মিস ফিল্ডিংয়েও রানের গতি দ্রুত বাড়াতে সক্ষম হয় স্বাগতিক শিবির।

এ ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আফগানিস্তান। অপরদিকে, দুটি পরিবর্তন এসেছে ইংলিশদের একাদশে। ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ইংল্যান্ড। সমান ম্যাচে এখন পর্যন্ত কোনো পয়েন্ট নেই আফগানদের।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড