• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ থেকে পাকিস্তানকে শিখতে বললেন শোয়েব

  ক্রীড়া ডেস্ক

১৮ জুন ২০১৯, ০৪:৩২
শোয়েব আখতার
সাবেক পাকিস্তানি বোলার শোয়েব আখতার (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদশ উঠে এসেছে পয়েন্ট টেবিলের পাঁচে। অন্যদিকে এক জয়ে পাকিস্তানের অবস্থান পয়েন্ট টেবিলের নবম স্থানে। বিশ্বকাপসহ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলা বাংলাদেশের কাছ থেকে পাকিস্তান শিখবে এমনটাই আশা করেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি বোলার শোয়েব আখতার।

নিজেদের পঞ্চব ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৩২২ রানের বিশাল টার্গেটও টপকে গেছে ৪১.৩ ওভারেই। বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ সবাই। সাবেক ক্রিকেটাররা বাংলাদেশের প্রশংসায় টুইটার ভাসিয়ে দিয়েছে। তবে শোয়েব আখতার প্রশংসার পাশাপাশি হারের বৃত্তে ঘুরপাক খাওয়া পাকিস্তানকে এ ম্যাচ থেকে শেখার উপদেশ দিয়েছে। তিনি টুইটার অ্যাকাউন্টে লেখেন, 'এটি দুর্দান্ত এক পারফরম্যান্স ছিল। বাংলাদেশ আজ যেভাবে খেলেছে এবং ৩২২ রান সফলভাবে তাড়া করেছে, আমি আশা করি আমরা (পাকিস্তান) এখান থেকে কিছু শিখতে পারব।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় রান তাড়া করে জিততে ব্যর্থ হয় পাকিস্তান। এক ইংল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া এ বিশ্বকাপে তাদের উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স নেই। কীভাবে বড় রান তাড়া করতে হয় এবং উইকেট পতন থেকে রক্ষা পেতে হয় তা বাংলাদেশ থেকে পাকিস্তান শিখবে এমন আশা ব্যক্ত করে তিনি আরও লেখেন, 'এভাবেই আপনাকে দ্রুত উইকেট পতন থেকে দূরে থাকতে হবে এবং বড় লক্ষ্য তাড়া করতে হবে।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড