• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

উইন্ডিজকে হারানোয় বাংলাদেশের যত রেকর্ড

  ক্রীড়া ডেস্ক

১৮ জুন ২০১৯, ০২:৫৮
বাংলাদেশ ক্রিকেট দল
উল্লাসে সাকিবের সঙ্গে সাইফ (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে একের পর এক রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে সাকিব-তামিমরা। ৩২২ রান টপকে গেছে সাত উইকেট হাতে রেখে। বাংলাদেশ নিজেদের অনেক রেকর্ডই নতুন করে লিখিয়েছে এ ম্যাচে। প্রতি ম্যাচেই নতুন নতুন রেকর্ড জন্ম দেয়া সাকিব আল হাসানের সাথে পাল্লা দিয়ে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশও গড়েছে অসংখ্য রেকর্ড।

ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের টার্গেট ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে টপকে যায় বাংলাদেশ। শুধু বিশ্বকাপেই নয় এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়। এর আগে গত বিশ্বকাপে স্কটল্যান্ডের দেয়া ৩১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩২২ করেছিল টাইগাররা। সাত উইকেটের ব্যবধানে জয়ও বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের ব্যবধানে জয়। এর আগে ২০০৭ সালে বারমুডার বিপক্ষেও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছিল টাইগাররা। বৃষ্টির কারণে ২১ ওভারে নেমে আসা সে ম্যাচে ৯৪ রান তাড়া করতে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

ম্যাচে বাংলাদেশ ১৩৩ রানে তিন উইকেট হারালে লিটনকে সাথে নিয়ে দলের হাল ধরেন সাকিব। তাদের অবিচ্ছিন্ন ১৮৯ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। এটি চতুর্থ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড। এ রেকর্ড গড়তে তারা ভাঙ্গেন প্রায় এক যুগ আগে হাবিবুল বাশার ও রাজিন সালের করা জুটির রেকর্ড। ২০০৬ সালে এ দুই সাবেক ক্রিকেটার নারায়নগঞ্জের ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কেনিয়ার বিপক্ষে চতুর্থ উইকেটে ১৭৫ রানের জুটি গড়েছিলেন।

ক্যারিবিয়ানদের বিপক্ষে গড়া সাকিব ও লিটনের ১৮৯ রানের জুটি বিশ্বকাপে বাংলাদেশের যেকোন জুটিতে সর্বোচ্চ। সঙ্গী বদলালেও রেকর্ড হাতছাড়া করেননি সাকিব। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪২ রানের জুটি গড়ছিলেন সাকিব ও মুশফিক যা ছিল এ ম্যাচের আগ পর্যন্ত সর্বোচ্চ। সঙ্গী বদলে নিজের রেকর্ডকে আরও পোক্ত করলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

দলীয় রেকর্ডের পাশাপাশি এ ম্যাচে সাকিব ও লিটন গড়েছেন অসংখ্য ব্যক্তিগত রেকর্ড। একের পর এক রেকর্ড গড়ে উইন্ডিজকে গুড়িয়ে দিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল টাইগাররা।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড