• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

টাইগারদের জয়ে টুইটারে প্রশংসার ঝড়

  ক্রীড়া ডেস্ক

১৮ জুন ২০১৯, ০২:৩১
বাংলাদেশকে নিয়ে টুইটারে তারকা ক্রিকেটারদের করা পোস্ট
বাংলাদেশকে নিয়ে টুইটারে তারকা ক্রিকেটারদের করা পোস্ট (ছবি : টুইটার)

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে সোমবার (১৭ জুন) উইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। দুর্দান্ত এই জয়ে ক্রিকেট বিশ্বে আরও উচ্চতায় পৌঁছে গেছে বাংলাদেশ। এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এলো বাংলাদেশ।

এদিন বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে উইন্ডিজদের হারাতে সক্ষম হয় লাল সবুজের দলটি। এছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে দুর্দান্ত জয় তুলে নেয় টাইগাররা। বিশ্বমঞ্চে ইতিহাস গড়ার দিনে টুইটারে প্রশংসায় ভেসেছে বাংলাদেশ দল।

বিশেষ করে সবেক ক্রিকেটাররা বাংলাদেশের জয়ের প্রশংসায় পঞ্চমুখ। ভারতীয় ক্রিকেটার ইফরান পাঠান লিখেছেন, 'দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর, উইন্ডিজের বিপক্ষে অসাধারণ রান তাড়া করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দারুণ প্রতিভায় তাদের এই জয়।'

ভারতীয় স্পিনার হরভোজন সিং লিখেছেন, 'খুব ভালো।'

এছাড়া টুইটারে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে সাবেক পাকিস্তানি সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি মন্তব্য করেছেন- 'যোগ্য দল হিসেবে দারুণ জয়ের জন্য বাংলাদেশ দলকে অনেক শুভেচ্ছা। সাকিব ও লিটন দারুণ দুই ইনিংস খেলেছে, শাই হোপও। বিশ্বকাপের মতো জায়গায় যেখানে প্রত্যেক দলই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত, সেখানে আপনার কোনো দলকেও অবমূল্যায়ন করা উচিত নয়।’

ডানহাতি ব্যাটসম্যান লিটন কুমার দাসের অসাধারণ ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। লিখেছেন- ' এমন জয়ের জন্য সাধুবাদ জানাচ্ছি বাংলাদেশ দলকে। পুলকিত হয়েছি তারা কত সহজে এত বড় লক্ষ্য তাড়া করে ফেলেছে। সাকিব আল হাসান অসাধারণ দায়িত্ববোধ দেখিয়েছে এবং টানা দ্বিতীয় শতক তুলে নিয়েছে। কিন্তু আমি বেশি উৎফুল্ল হয়েছি তরুণ লিটন কুমার দাসের পরিপক্কতা দেখে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড