• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভিডিওতে সাকিব-লিটনের কারিশমা

  অধিকার ডেস্ক    ১৮ জুন ২০১৯, ০০:০১

সাকিব-লিটনে ম্যাচ জিতল বাংলাদেশ
সাকিব-লিটনে ম্যাচ জিতল বাংলাদেশ (ছবি : সংগৃহীত)

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দুর্দান্ত সেঞ্চুরি ও লিটন দাসের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতেছে রেকর্ড গড়েই। জয়ের জন্য আজ বাংলাদেশের লক্ষ্য ছিল ৩২২ রানের। এই দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ জিতেছে ৭ উইকেট ও ৫১ বল হাতে রেখেই। এর আগে টাইগাররা গেল বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল। টন্টনে ক্যারিবীয়দের হারিয়ে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার নতুন রেকর্ড গড়ল লাল সবুজের প্রতিনিধিরা।

উইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় টাইগারদের। দলীয় ৫২ রানের ওপেনার সৌম্য সরকার ফিরলে তামিম ইকবাল আর সাকিব মিলে দলকে এগিয়ে নেন। কিন্তু দলীয় ১২১ রানে ব্যক্তিগত ২৯ রানে ফিরে জান তামিম।

এরপর মুশফিকুর রহীমকে সঙ্গে নিয়ে সাকিব জুটি গড়ার আগেই মুশি ফিরে জান মাত্র এক রান করে। এরপরই উইকেটে আসেন লিটন; তাকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন সাকিব।

মোহাম্মাদ মিঠুনের বদলি হিসেবে দলে ঢুকে নিজের জাত ছিনিয়েছেন লিটন। অভিষেক ম্যাচে খেলেছেন ৯৪ রানের দুর্দান্ত ইনিংস। লিটন যদি সাকিবকে যোগ্য সঙ্গ না দিতেন তাহলে হয়ত এত সহজে জয় পাওয়া হতো না টাইগারদের। সাকিব অপরাজিত ছিলেন ১২৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর :

উইন্ডিজ : ৩২১/৮ (৫০ ওভার)

বাংলাদেশ : ৩২২/৩ (৪১.৩ ওভার)

ফল : বাংলাদেশ ম্যাচ জয়ী ৭ উইকেটে (৫১ বল হাতে রেখে)

ম্যাচসেরা : সাকিব আল হাসান (ব্যাট হাতে ১২৪ আর বল হাতে শিকার করেন ২ উইকেট)

আসুন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের হাইলাইটস দেখে নেই-

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড