• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইসিসি বিশ্বকাপ ২০১৯

বিধ্বংসী গেইলকে বিধ্বস্ত করলেন সাইফউদ্দিন

  ক্রীড়া ডেস্ক

১৭ জুন ২০১৯, ১৫:৫৩
মোহাম্মদ সাইফউদ্দিন
গেইলকে ফিরিয়ে সাইফের উদযাপন (ছবি : ক্রিকইনফো)

দুই দলেরই বাঁচা মরার লড়াই। বিশ্বকাপের শেষ চারের আশা টিকিয়ে রাখতে হলে জিততেই হবে। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-উইন্ডিজ। টন্টনে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠান টাইগার কাপ্তান মাশরাফি।

টস হেরে ব্যাট করতে নামা দুই ক্যারিবীয় ওপেনার খুব সতর্কভাবে খেলতে থাকে টাইগার বোলারদের। প্রথম ওভারেই মেডেন দেন কাপ্তান মাশরাফি। দ্বিতীয় ওভারে আসেন সাইফউদ্দিন। দেন দুই রান। দলীয় চতুর্থ ওভারে আবার তাকে আনেন অধিনায়ক। আর তখনই দলকে উপহার দেন ব্যাটিং দানব গেইলের উইকেট।

নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই মুশফিকের গ্লাভস বন্দি করান গেইলকে। ১৩ বল খেলে শূন্য হাতেই ফিরেন গেইল। এক উইকেটের পাশাপাশি মেডেন ওভার করেন সাইফ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৬ রান। লুইস ৫ ও হোপ শূন্য রানে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ্‌ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মাদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল ও ওশানে থমাস।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড