• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

উইন্ডিজকে হারালেই পাঁচে উঠবে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১৭ জুন ২০১৯, ১৩:৫০
বাংলাদেশ-উইন্ডিজ
বাংলাদেশ-উইন্ডিজ মুখোমুখি আজ (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপের ১৬তম তথা বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় নয় দিন পর মাঠের লড়াইয়ে নামছে টাইগাররা। পরিত্যক্ত ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করায় চার ম্যাচ শেষে মাত্র তিন পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে বাংলাদেশ। বিশ্বমঞ্চে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখার লড়াইয়ে সোমবার (১৭ জুন) টন্টনে টাইগাররা মুখোমুখি হচ্ছে উইন্ডিজের।

দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে গেল চার বছরে (২০১৫ বিশ্বকাপের পর থেকে ২০১৯ বিশ্বকাপের আগ পর্যন্ত) নয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে সাতটিতেই। ঘরের মাঠে সিরিজ জয়ের পাশাপাশি ক্যারিবীয়দের তাদের মাটিতেও হারিয়েছে টাইগাররা। নিরপেক্ষ মাঠে বাংলাদেশ হোপদের হারিয়েই জিতেছে প্রথম ত্রিদেশীয় শিরোপা।

ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের ধারাবাহিকতায় থাকা বাংলাদেশ আরেকটি জয় পেতে মুখিয়ে আছে। তবে কাজটা অনেক কঠিন। এবারের লড়াইটা বিশ্বকাপের মঞ্চে। তবুও চেনা প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশিত জয়ের প্রত্যাশা করছে পুরো দল।

বিশ্বকাপে দুই দলের বর্তমান অবস্থান এখন একই মেরুতে। চার ম্যাচে দুই দলের এক জয়, দুই হার। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগিতে পেয়েছে এক পয়েন্ট। সব মিলিয়ে দুই দলেরই পয়েন্ট তিন। রান রেটে অবশ্য এগিয়ে উইন্ডিজ। টিকে থাকার লড়াইয়ে দুই দলের জন্যই আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।

টন্টনে আজ গেইল-রাসেলদের হারালেই পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে আসবে মাশরাফি বাহিনী। আগের তিন পয়েন্টের সাথে আজকের দুই পয়েন্ট যুক্ত করে পাঁচ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে আসবে টাইগাররা। চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আর সাত পয়েন্টে দুই ও তিনে যথায়ক্রমে নিউজিল্যান্ড-ভারত। আট পয়েন্টে শীর্ষে অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড