• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড গড়লেন কোহলি

  ক্রীড়া ডেস্ক

১৬ জুন ২০১৯, ২০:১৮
বিরাট কোহলি
কোহলির দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড (ছবি :সংগৃহীত)

ওয়ানডে ক্রিকেটে আরেকটি রেকর্ডের মালিক বিরাট কোহলি। লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে টপকে দ্রুততম ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় অধিনায়ক। ওল্ডট্রাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ব্যক্তিগত ৬৭ রান তুলে এ রেকর্ড নিজের করেন নেন কোহলি।

২০০২ সালে টেন্ডুলকার ১১ হাজার রান গড়েন ওয়ানডেতে। ২৭৬ ইনিংস খেলতে হয়েছিল শচীনকে। ২০০৮ সালে রিকি পন্টিং যখন ওয়ানডেতে ১১ হাজার রান তোলেন , তখন অজি তারকার এ জন্য খেলতে হয়েছে ২৮৬টি ইনিংস।

অপরদিকে, বিরাট কোহলি ২২২ ইনিংসে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। পাকিস্তানের বিপক্ষে ৭৭ রানে আউট হওয়ার আগে ১১ হাজার ১৪ রান সংগ্রহ করেছেন তিনি। রানের তালিকায় শীর্ষে থাকা শচীনের সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান।

এর আগে দ্রুততম আট হাজার, নয় হাজার, ১০ হাজার রানের রেকর্ড গড়েছিলেন কোহলি। ৩০ বছর বয়সে টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪১টি সেঞ্চুরির মালিকও কোহলি। ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি রয়েছে টেন্ডুলকারের। টেন্ডুলকারকে টপকে যেতে আর নয়টি সেঞ্চুরি দরকার কোহলির।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড