• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

  ক্রীড়া ডেস্ক

১৬ জুন ২০১৯, ১৫:১৪
ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে পাকিস্তান (ছবি : সংগৃহীত)

ওল্ড ট্র্যাফোর্ডে পাক-ভারত দ্বৈরথে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। গত কয়েকদিন ধরে এখানে বৃষ্টি হয়েছে। তাই ব্যাটিংয়ের পরিবর্তে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সরফরাজ আহমেদ। বিশ্বকাপে এ নিয়ে ৭ম বারের মতো মুখোমুখি হয়েছে দুদল। আগের ছয়বারই পাকিস্তানকে হারিয়েছে ভারত।

একাদশে ভারত এনেছে একটি পরিবর্তন। ওপেনার শিখর ধাওয়ান ইনজুরিতে পড়ায় তার বদলে ব্যাটিং অলরাউন্ডার বিজয় শংকর এসেছেন দলে। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামবেন লোকেশ রাহুল।

অপরদিকে, পাকিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন। আসিফ আলি ও শাহীন শাহ আফ্রিদির পরিবর্তে লেগ স্পিনার শাদাব খান ও বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম ফিরেছেন দলে।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শংকর, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ : ইমাম-উল-হক, বাবর আজম, ফখর জামান, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, হাসান আলী ও মোহাম্মাদ আমির।

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড