• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

উর্দুতে আজ ফেল করবে না তো ভারত?

  ক্রীড়া ডেস্ক

১৬ জুন ২০১৯, ১৩:৪৫
ক্রিকেট বিশ্বকাপ ট্রফি
ছবি : সংগৃহীত

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান জেতেনি কখনোই! বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়বার ভারতের দেখা পেলেও পাকিবাহিনীরা একটি ম্যাচেও জেতেনি! রবিবার (১৬ জুন) সপ্তমবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বড় মঞ্চে পাকিস্তান কেবল একটি ম্যাচে টিম ইন্ডিয়াকে হারিয়েছে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে। বিশ্ব মঞ্চে ভারতের বিপক্ষে এ যাবত এটিই ১৯৯২ বিশ্বকাপ জয়ীদের সেরা সাফল্য।

বিশ্বকাপ ছাড়া ওয়ানডে ইতিহাসে আবার সফল পাকিস্তান। মুখোমুখি দুই দল মোট ম্যাচ ১৩১টিতে- ভারত জয়ী ৫৪টি আর পাকিস্তান জয়ী ৭৩টি। এছাড়া ড্র একটি আর ম্যাচ পরিত্যক্ত হয় ৪টি। ওডিআই সাফল্য নিয়ে তো আর স্বস্তিতে থাকা সম্ভব নয় পাকিস্তানের। কেননা বিশ্বকাপে না জিততে পারার আক্ষেপ এখনো পোড়ায় তাদের।

ম্যাচটিকে ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ হিসেবে দেখছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আজও জয় পাবে পাকিস্তান; এমনটি বিশ্বাস ইনজামামের- ‘ভারত-পাকিস্তান ম্যাচে অতীত পারফরম্যান্স দিয়ে কিছু যায় আসে না। এটা নির্ভর করে ম্যাচের দিন কে ভালো পারফর্ম করছে তার ওপর। আমি আশা করি পাকিস্তান বিজয়ী হবে এবং লোকজন মানসম্মত একটা খেলা উপভোগ করবে।’

আজ ভারতের বিপক্ষে না জিততে পারার ট্যাগ সরাবে পাকিস্তান। ইনজামাম বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপে ভারতকে কখনো হারাতে পারেনি। আশা করি দলের ভাগ্য পাল্টে যাবে। নিঃসন্দেহে চাপ তাদের ওপর থাকবে। তবে ভালো পারফর্ম আপনাকে তৃপ্ত করতে পারে। আমি সবাইকে বলবো যেন তারা এটাকে একটি ম্যাচ হিসেবেই দেখে।’

ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে দুদলের অধিনায়কদের ভাবনা কী ? টিম ইন্ডিয়ার দলনেতা কোহলি আজ কোনো অজুহাত ছাড়াই ম্যাচ জিততে চান। তার মতে, ‘এই ম্যাচের ক্রেজ, উত্তেজনা তাদের ওপর প্রভাব ফেলবে যারা এর স্বাদ পাননি (পাকিস্তানকে ইঙ্গিত করে)। কিন্তু আমাদের কাজ হলো বাকি ম্যাচের মতো এই ম্যাচেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলা। এই ম্যাচ খেলার জন্য টিম ইন্ডিয়া তৈরি। যদি দলের ১১ জন ক্রিকেটার মাঠে নেমে নিজেদের দায়িত্ব যথাযথ পালন করে তবে শেষে হাসিমুখে মাঠ ছাড়ব আমারাই।'

অন্যদিকে, পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আগের ম্যাচগুলোর ভুল শুধরে ভারতের বিপক্ষে জয় চান। তিনি বলেন, 'আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে ভারতের বিপক্ষে শক্তিশালী দলে পরিণত হতে হবে। সেরাটা দিয়ে ম্যাচে জয় পেতেই হবে।'

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে জয় এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়েছে বিরাট কোহলি দল। নিজেদের তৃতীয় ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে যায়। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে মোকাবিলায় নামছে টিম ইন্ডিয়া।

এ দিকে, চার ম্যাচের দুটিতে হেরেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হারলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সরফরাজ আহমেদের দল। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। কিন্তু চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে পাকিস্তান। পয়েন্ট টেবিলের নয়ে পাকবাহিনীর অবস্থান।

৭-০ নাকি ৬-১, বিশ্বকাপের মঞ্চে কখনো ভারতকে না হারাতে পারা পাকিস্তান কী পারবে এবার পরাজয়ের বৃত্ত ভাঙতে? না কি ভারত আবারও অপরাজিত থেকে যাবে পাকিস্তানের বিপক্ষে? দুটো প্রশ্নের জবাব পাওয়া যাবে আজকের বহুল প্রতীক্ষিত ম্যাচে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড