• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অজিদের ম্যাচে ফিরিয়েছেন প্যাট কামিন্স

  ক্রীড়া ডেস্ক

১২ জুন ২০১৯, ২১:৫১
প্যাট কামিন্স
প্যাট কামিন্সের বোলিং (ছবি: সংগৃহীত)

এ বছর ওয়ানডতে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাটট্রিক কামিন্স। টেস্টেও তিনি এক নম্বর বোলার। ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয়ে আছেন কামিন্স। পাকিস্তানের বিপক্ষে ৩০৮ রানের টার্গেট দিয়ে শুরুতে ব্রেক থ্রু এনে দেওয়ার দরকার ছিল। প্রথম স্পেলে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে তুলে নেন ফখর জামানের উইকেট।

তবে আরেক ওপেনার ইমাম উল হক ভয়ঙ্কর হয়ে ওঠেন ক্রিজে। তৃতীয় উইকেটে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকে নিয়ে গড়েন মূল্যবান ৮০ রানের জুটি। তাদের জুটিতে অজিদের হারানোর জন্য স্বপ্ন দেখে পাকিস্তান। অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চের এটা ভালো লাগলো না। উইকেট জুটি ভাঙতে তিনি আবারও বল তুলে দিলেন ডানহাতি ফাস্ট বোলারের হাতে।

কোনও ভুল করেননি কামিন্স। কাকতালীয়ভাবে দ্বিতীয় স্পেলে এসেও সপ্তম বলে ব্রেক থ্রু এনে দেন তিনি। ফিরিয়ে দেন ওপেনার ইমাম উল হককে। ৫৩ রান করে ইমাম ক্যাচ তুলে দেন ক্যারির হাতে। পরের ওভারে অভিজ্ঞ শোয়েব মালিককেও কট বেহাইন্ডের ফাঁদে ফেলেন কামিন্স। ক্যারির কাছে বল দিয়ে শূন্যতে ফিরে যান শোয়েব।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড