• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপ নিয়ে মুশফিকের 'বড় চিন্তা' যেখানে

  ক্রীড়া ডেস্ক

৩১ মে ২০১৯, ১২:১২
মুশফিকুর রহীম
বিশ্বকাপের জার্সি গায়ে মুশফিকুর রহীম (ছবি : সংগৃহীত)

'মিস্টার ডিপেন্ডেবল' মুশফিকুর রহীমের বাড়তি একটি পরিচয় আছে- উইকেটরক্ষক। তবে তার মূল দায়িত্বটা ব্যাট হাতে। বাংলাদেশের মিডল অর্ডারের আস্থা ও ভরসার প্রতীক মুশফিক চতুর্থ বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে। এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে ভালো কিছুর সম্ভাবনা দেখছে সবাই। আর সবার মতো বিশ্বকাপ নিয়ে মুশফিকেরও তো ভাবনা থাকতে পারে! তা কি ভাবছেন মুশি? বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইংল্যান্ড বিশ্বকাপ নিয়ে 'বড় চিন্তা' করছেন তিনি।

কী সেই চিন্তা মুশফিকের? ২০০৬ সালে ওয়ানডেতে অভিষেকের পর এখন পর্যন্ত খেলে যাচ্ছেন ধারাবাহিকভাবে। বাংলাদেশের জার্সি গায়ে ১৪ বছর পার করতে যাচ্ছেন তিনি। মুশি বলেন, 'ভালো-মন্দ মিলিয়ে কেটেছে (ওয়ানডে ক্যারিয়ার), আর এটাই ক্রিকেট। তবে এবার আমি মনে করি এই ফরম্যাটে (ইংল্যান্ড বিশ্বকাপের) নকআউট পর্বে যাবার ভালো সম্ভাবনা আছে আমাদের। আর নকআউট পর্বে গেলে যেকোনো কিছুই হতে পারে। কে কী ভাবছে জানি না তবে আমি ব্যক্তিগতভাবে অনেক 'বড় চিন্তা' করছি এই বিশ্বকাপ নিয়ে।'

দলের বিপদের জন্য বাইশ গজে গিয়ে মুশফিক হয়ে যান নির্ভরতার প্রতীক। কিন্তু মাঝেমধ্যে ফিনিশিংয়ে এসে নিজেকে হারিয়ে ফেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপের কথাই যদি বলি, কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩ বলে ২ রান। জয় প্রায় নিশ্চিত ছিল টাইগারদের। কিন্তু উইকেটে থাকা মুশি বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়েছিলেন। স্বপ্নভঙ্গ হয়েছিল ১৬ কোটি টাইগার ভক্তদের। এইতো চলতি মাসে আয়ারল্যান্ডের মাটিতে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে মুশি ফিনিশিং না করেই ফিরেছিলেন। যা সবার নজরে আসে।

'মিস্টার ডিপেন্ডেবল' মুশফিক ফিনিশার হবেন কবে এমন প্রশ্ন সবার মনে। বিষয়টি নিয়ে প্রশ্ন করতে না করতেই মুশি বলে উঠলেন, 'আমি এখন মনে করি আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড আমি। এছাড়াও কিন্তু শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে আমি ম্যাচ শেষ করে এসেছি। আসলে এটা নিয়ে অনেক কাজ করেছি আমি।'

বিশ্বকাপের কোনো ম্যাচে যদি টাইগাররা ব্যাটিং বিপর্যয়ে পড়ে তবে গুরু দায়িত্ব নিতে হবে যে মুশফিককে। কিন্তু সাম্প্রতিক ম্যাচের দিকে তাকালে মুশফিক এমনটি পারবেন বলে মনে হয় না। কথাটি শুনতে না শুনতেই কিছুটা আক্রমণাত্মক হয়ে বলে উঠলেন, 'শেষ ৪-৫ বছর আমি যেভাবে খেলছি, বিশেষ করে শুধু রান করা নয়, স্ট্রাইক রোটেট করা, ভালো স্ট্রাইক রেটে খেলা, এসবে যথেষ্ট উন্নতি করেছি। তবে উন্নতির তো শেষ নেই। আমি শুধু চাইবো বিশ্বকাপে যদি ওরকম সিচুয়েশন আসে তাহলে আমিই যেন সেই ব্যক্তিটা হই যে কি-না ম্যাচটা শেষ পর্যন্ত বের করে নিয়ে আসতে পারি।'

মুশির কাছে ভক্তদের চাওয়া পাওয়া, বিশ্বমঞ্চে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। পঞ্চপাণ্ডবের অন্য ব্যাটসম্যানদের আইসিসির কোনো না কোনো ইভেন্টে সেঞ্চুরি থাকলেও মিস্টার ডিপেন্ডবল মুশির কোনো ইভেন্টেই শতক নেই। তবে মুশির সামনে বড় সুযোগ, সেই হতাশা ঘোচানোর। বিশ্বকাপে বাংলাদেশ ৯টি ম্যাচ খেলার সুযোগ পাবে। মুশিও তাই। তারকা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান যে তা করে দেখাতে পারবেন তার কিছুটা ইঙ্গিত দিলেন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। সেঞ্চুরি না করার খরা কাটাতে যে তিনি প্রস্তুত তা ভারতের বিপক্ষে ৯৪ বলে ৯০ রান করে জানান দিয়েছেন ইতোমধ্যেই।

আগামী ২ জুন বিশ্বকাপের টাইগারদের প্রথম ম্যাচ; প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে ৩০ মে বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হেরেছে আফ্রিকানরা। ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা সাকিব-তামিমদের হারিয়ে সেই হারের ঝাল মেটাতে চাইবে। এখন দেখার অপেক্ষা আগামী রবিবার কী হয় ম্যাচের ফলাফল!

ওডি/এএপি