• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

দলের জন্য যে কোনো কিছুই করতে প্রস্তুত লিটন 

  ক্রীড়া ডেস্ক

৩১ মে ২০১৯, ১০:২৪
লিটন দাস
লিটন দাস (ছবি : সংগৃহীত)

লিটন দাস ২০১৫ সাল থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলছেন। টেস্ট দিয়ে শুরু হয়েছে তাঁর ক্যারিয়ার। কিন্তু ধীরে ধীরে সীমিত ওভারের ক্রিকেটের উপযোগী হয়ে ওঠেন তিনি। ২৮টি ওয়ানডে ম্যাচ খেলে লিটন দাস ৫৮৪ রান তোলেন। সর্বোচ্চ ১২১ রান। পুরো ওয়ানডে ক্যারিয়ারে তিনি ১টি সেঞ্চুরি ও ২টি অর্ধশতক করেন। ২০১৮ সাল থেকে মূলত দলে নিয়মিত হয়েছেন এই ক্রিকেটার। তবুও বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে জায়গা পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে তাতে মাথা বেথা নেই লিটনের। বললেন, দলের ভালোর জন্য টিম ম্যানেজমেন্ট যা করবেন তাতেই সমর্থন দেবেন তিনি।

আগামী রবিবার (২ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ খেলবে নিজেদের প্রথম ম্যাচ। ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে কে নামবেন এই নিয়ে আলোচনার শেষ নেই! মূলত ওপেনিংয়েই খেলে থাকেন লিটন। তবে সাম্প্রতিক সময় তার বিপরিতে সৌম্য সরকার তামিমের সঙ্গে জুটি বাঁধছেন। কেনোনা শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে সৌম্যর ব্যাট হেসেছে। তাই টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে হয়ত সৌম্যকেই বেঁচে নেবে। ফলে লিটনের দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা বাড়ল; তবে এসবে একটুও মাথা বেথা নেই তার। দলের পক্ষে যেকোনো পসিশনে খেলতে প্রস্তুত এই তারকা ব্যাটসম্যান।

শুক্রবার (৩১ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিটন বলেন, 'দল নিজেদের ভালোর জন্য কাজ করবে। সেখানে যদি আমার সুযোগ হয় তবে আমি ভালো খেলার চেষ্টা করবো। যদি আগে ব্যাট করতে হয় তবে মাথায় তো অবশ্যই থাকবে যে বড় স্কোর করতে হবে। জেতার জন্যই আমরা খেলতে নামবো।'

প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিয়ে লিটনের ভাবনা- 'কোনো কিছুই সহজ হবে না। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ বলুন বা ব্যাটিং, সবই ভালো। এ রকম কন্ডিশনে খেলে ওরা অভ্যস্ত। আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং হবে। তবে এমন নয় যে পারব না। আমরা যদি ভালো খেলি সেদিন অবশ্যই আমরা জিতব।'

বিশ্বকাপে সেমিতে যেতে হলে জয়ের বিকল্প কিছু দেখছেন না লিটন; বলেন, 'সেমি-ফাইনালে যেতে হলে জয়ের বিকল্প কিছু নেই, এমন নয় যে আমারা কোথায়ও থেকে পয়েন্ট পাবো। যেকোনো টিমের সাথেই জেতার চিন্তা মাথায় থাকতে হবে। জিতলেই সেমিতে যাবো নইলে যেতে পারবো না।'

ওডি/এএপি