• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

অপেক্ষার বিশ্বকাপের পর্দা উঠছে আজ, সরাসরি দেখবেন যেভাবে

  ক্রীড়া ডেস্ক

২৯ মে ২০১৯, ১১:৩৮
ক্রিকেট বিশ্বকাপ-২০১৯
ছবি : স্পোর্টসউইকি

অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠছে আজ। কুড়ি বছর পর বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে জন্মভূমি ইংল্যান্ডে। আগামী দেড় মাস চলবে বিশ্বসেরা হওয়ার লড়াই। মূল পর্বে নামার আগে নিজেদের যত সম্ভব ঝালিয়ে নিয়েছে অংশগ্রহণকারী ১০ দল।

ক্রিকেটের এই মহাযজ্ঞকে সফল করতে সব প্রস্তুতিই চূড়ান্ত করেছে ইংল্যান্ড। এবারের আসরটি বিশ্ব ক্রিকেটকেই চমকে দিতে পারে বলে ধারণা সাবেক গ্রেটদের। বুধবার (২৯ মে) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে ক্রিকেটের সর্বোচ্চ আসরের। বাংলাদেশ সময় রাত ১১টায় বাকিংহ্যাম প্যালেসের সামনে বিখ্যাত ‘দ্য মলে’ শুরু হবে এ অনুষ্ঠান।

নানা রকম খেলাধুলা, গান-বাজনা ও আতশবাজিতে অনুষ্ঠানটি হবে প্রায় এক ঘণ্টা! যেখানে লটারির মাধ্যমে বেছে নেওয়া ভাগ্যবান চার হাজার দর্শক এই অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন। দর্শকদের অনুষ্ঠান হলে ঢোকার শেষ হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত।

টিকিট না পেলেও মন খারাপ করার কিছু নেই। টিভি পর্দায় সরাসরি দেখার সুযোগ থাকছে। বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমী টিভিতে দেখতে পাবেন জাঁকালো এ অনুষ্ঠান। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, নববধূর সাজে সাজবে নয়নাভিরাম দ্য মল। সেখানে দর্শকদের জন্য রয়েছে চোখধাঁধানো সব অনুষ্ঠানমালা।

উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এছাড়াও বাংলাদেশে জিটিভি, মাছরাঙা টিভি ও বিটিভি সরাসরি সম্প্রচার করবে।

গ্রীষ্মকালের এই বিশ্বকাপ ক্রিকেট নিয়ে শুধু ইংলিশরাই নয়, রোমাঞ্চিত গোটা ক্রিকেট দুনিয়াও। উদ্বোধনী অনুষ্ঠান জমকালো করার মধ্য দিয়ে ইঙ্গিত দিয়ে আইসিসি ঘোষণা দিয়ে রেখেছে, এটাই হতে যাচ্ছে ‘বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।’

বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচটি হবে লন্ডনের ওভালে। স্বাগতিক ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে। ইংল্যান্ড বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে ক্রিকেটের বিশ্ব মহারণের। যেখানে বাংলাদেশের ম্যাচ আগামী ২ জুন প্রোটিয়াদের বিপক্ষে। সূত্র : আইসিসি

ওডি/এএপি