• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

বিশ্বকাপে জাত চেনাতে চান সাইফ 

  ক্রীড়া প্রতিবেদক

২৮ মে ২০১৯, ১০:২১
বিশ্বকাপ- ২০১৯
অভিষেকের পর প্রথম উইকেট শিকারের পর উল্লাসে সাইফ (ছবি : ক্রিকইনফো)

মোহাম্মদ সাইফউদ্দিন ২০১৭ সালে বাংলাদেশের জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো খেলেছেন। ক্যারিয়ারের শুরুতে নিজেকে মেলে ধরতে না পারলেও সম্প্রতি বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। সেই সুবাদে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। নির্বাচকরা বর্তমানে এই পেস বোলিং অলরাউন্ডারের ওপর ভরসা রাখছেন। তাই টিম ম্যানেজমেন্টকে নিজের জাত চিনিয়ে বিশ্ব মঞ্চে নিজেকে প্রমাণ করতে চান সাইফ।

ইংল্যান্ডে চ্যালেঞ্জটা অনেক কঠিন মানলেও এই কঠিন চ্যালেঞ্জ জিতেই নিজের সামর্থ্যের বার্তা দিতে চান এই তরুণ। সোমবার (২৭ মে) দুপুরে কার্ডিফে সংবাদ সম্মেলনে সাইফ বলেন, 'ক্যারিয়ারের শুরুতে নিজেকে হয়তো সেভাবে মেলে ধরতে পারি নাই। দিনে দিনে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকে জাতীয় দলে ভালো করার চেষ্টা করতেছি। বিশ্বকাপ অনেক বড় আসর, নিজেকে প্রমাণ করার জায়গা। বড় এই আসরে নিজেকে প্রমাণ করতে পারলে আরও ভালো লাগবে। অনেক ভালো মানের ব্যাটসম্যান এখানে ব্যাটিং করবে, তাই এখানে নিজেকে প্রমাণ করারও একটা ব্যাপার আছে।'

ইংল্যান্ডের মাটিতে আগে কখনোই বোলিং করা হয়নি সাইফের। সুতরাং কঠিন চ্যালেঞ্জ তার সামনে; সাইফ বলেন, 'ইংল্যান্ডে পেস বোলাররা সুবিধা পায়, অলরাউন্ডার হিসেবেও সুবিধা পাবো, যেহেতু দুইটা ভূমিকা দলের প্রয়োজনে কাজ করার চেষ্টা করবো। এছাড়া আমার প্রথম শক্তির জায়গা যেহেতু বোলিং, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) বোলার হিসেবে ভালো করেছি, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে ভালো ব্যাট করেছি।'

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাইফুদ্দিন। ১৩ ম্যাচে ২৯.১৬ গড়ে ১৭৫ রান তুলেছেন তিনি, একটি হাফ সেঞ্চুরি। বল হাতে ১৩ ম্যাচে ৪৯২ রান দিয়ে নিয়েছেন ১১টি উইকেট।

ওডি/এএপি