• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

হার্ড-হিটার সাব্বিরের কাছে প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ

  ক্রীড়া ডেস্ক

২৭ মে ২০১৯, ১৪:৫৪
সাব্বির রহমান
সাব্বির রহমান (ছবি : সংগৃহীত)

আসন্ন বিশ্বকাপে শেষের দিকের ফিনিশার হিসেবে বেছে নেওয়া হয়েছিল সাব্বির রহমানকে। মূল একাদশে জায়গাটাও ছিল মোটামুটি নিশ্চিত। সেই প্রেক্ষাপট পাল্টে দিয়েছেন বিকল্প হিসেবে স্কোয়াডে আসা মোসাদ্দেক হোসেন সৈকত। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ২৭ বলে ৫২ রানের ইনিংসে বাংলাদেশকে জিতিয়ে মোসাদ্দেক জানান দিয়েছেন, প্রয়োজনে জ্বলে উঠেন তিনিও। তাতে চিন্তা বেড়েছে সাব্বিরের। সামনের দিকে জায়গা পেতে এখন প্রতিটি ম্যাচেই আরও বেশি লড়তে হবে তাঁকে। যদিও এই বাস্তব সত্য সাব্বির নিজেও মেনে নিয়েছেন। যার কারণে প্রতিটি ম্যাচকেই নিজের শেষ ম্যাচ ধরে নিয়ে মাঠে নামেন এই হার্ড-হিটার।

রবিবার (২৬ মে) পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত হওয়া প্রস্তুতি ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন সাব্বির। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হলে সেই সুযোগটি নষ্ট হয়। ম্যাচ বাতিলের পর সংবাদমাধ্যমে সাব্বির বলেন, ‘আমি সবসময় কঠিন ও চ্যালেঞ্জিং অবস্থায় থেকে খেলে এসেছি। এবারও ব্যতিক্রম নয়। সবসময় অনুভব করি, এটা আমার শেষ ম্যাচ। এখানে ভালো করে, আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচে ভালো করতে হবে। দ্বিতীয় ম্যাচে ভালো করে পরের ম্যাচে চেষ্টা করতে হবে। শেষ ম্যাচ ধরে নিয়েই সবটা দেওয়ার চেষ্টা করি।’

এবারের বিশ্বকাপ মিলিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাব্বির। গত বিশ্বকাপে লোয়ার অর্ডারে বেশি কিছু ক্যামিও ইনিংস খেলেছিলেন তিনি। তবে এবার তার ওপর দলের ভরসা অন্যরকম। সাব্বির নিজেও এবার বেশ পরিণত। তিনি বলেন, 'বিশ্বকাপ সব সময়ই উত্তেজনার। প্রথম বিশ্বকাপে অনেক সময় ইমোশন কাজ করেছে। কিন্তু এবার অনেক ম্যাচিউরিটির ব্যাপার আছে। এরপর চার বছর খেলেছি জাতীয় দলে। এতদিনে যা কিছু অর্জন করেছি নিজের ম্যাচিউরিটি দিয়ে হোক, সামর্থ্যের জায়গা থেকে হোক দলের জন্য ভালো খেলার চেষ্টা করব।'

যদি কোনো কারণে সাব্বির অফ-ফর্মে থাকেন তাহলেই একাদশে জায়গা পাবেন মোসাদ্দেক। সুতরাং সাব্বিরের সামনে এবারের আসরটি বড় চ্যালেঞ্জিং। কেননা এরই মধ্যে মোসাদ্দেক নিজেকে প্রমাণ করে নিয়েছেন যদিও সাব্বিরের ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। ফলে দলের নিয়মিত একাদশে জায়গা ধরে রাখতে হলে এই হার্ডহিটারের ব্যাট কথা বলতে হবে।

ওডি/এএপি