• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বৃষ্টিতে ভেসে গেল দক্ষিণ-আফ্রিকা উইন্ডিজ ম্যাচও

  ক্রীড়া ডেস্ক

২৬ মে ২০১৯, ২২:৩৫
ব্রিসটলের কান্ট্রি গ্রাউন্ড
ব্রিসটলের কান্ট্রি গ্রাউন্ড (ছবি : সংগৃহীত)

বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ (ওয়ার্ম আপ)। এদিকে দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ ম্যাচেও হানা দেয় বৃষ্টি। এতেই ভেস্তে যায় দুদলের মধ্যকার ম্যাচও।

রবিবার (২৬ মে) বৃষ্টির কারণে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টসই করতে পারেননি মাশরাফি বিন মর্তুজা এবং সরফরাজ আহমেদ। অনেকটা সময় অপেক্ষা করেও বৃষ্টি না থামলে শেষপর্যন্ত পরিত্যক্ত হয় দুলের ম্যাচটি।

এদিন ব্রিসটলের কান্ট্রি গ্রাউন্ডে অবশ্য উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তবে থেমে থেমে বৃষ্টি নামার কারণে তিন দফায় মাঠ ছাড়তে হয় দলটির দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কককে। শেষপর্যন্ত বৃষ্টি বাগড়া নিলে এ ম্যাচও পরিত্যক্ত ঘোষণা করা হয়।

পরিত্যক্ত হওয়ার আগে বৃষ্টির কারণে ম্যাচটি ৩১ ওভারে কমিয়ে আনা হয়। তবে ১২.৪ ওভার পর্যন্ত মাঠে গড়িয়েছে ম্যাচটি। স্কোরবোর্ডে বিনা উইকেটে ৯৫ রান তোলে প্রোটিয়ারা। হাশিম আমলা ৪৬ বলে ৫১ ও কুইন্টন ডি কক ৩০ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড