• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পন্টিংয়ের চোখে বিশ্বকাপে সাকিবই বিপজ্জনক

  ক্রীড়া ডেস্ক

২৬ মে ২০১৯, ১৮:৪০
রিকি পন্টিং
রিকি পন্টিং (ছবি : সংগৃহীত)

খেলার মাঠে সাকিব আল হাসান যা করে দেখান তাতে তার যোগ্যতা নিয়ে সন্দেহ নেই কারও। ব্যাটে বলে অনেক ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের টপকে র‌্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান অলরাউন্ডার হয়েছেন বেশ কয়েকবার। নিজের প্রতিভা মেলে ধরেছেন আইসিসির বড় সব টুর্নামেন্টেও। তাই সাকিবকে প্রশংসায় ভাসালেন অস্ট্রেলিয়ার তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি সাবেক ক্রিকেটার রিকি পন্টিং। এছাড়া বিশ্বকাপে অন্যসব তারকাদের মধ্যে সাকিব বিপজ্জনক হতে পারেন বলে দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পন্টিং।

টাইগার দলের হয়ে অনবদ্য পারফর্ম করেন সাকিব। দলের প্রয়োজনে কখনো ব্যাটে কখনো বা বোলিংয়ে জ্বলে ওঠেন এই বাঁহাতি স্পিনার‌। বিশ্বকাপে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার তরুপের তাস হতে পারেন সাকিব। সাকিবের প্রশংসায় রবিবার (২৬ মে) ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘আমার মতে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় হবেন সাকিব আল হাসান। সে লম্বা সময় ধরে ক্রিকেট খেলছে। একজন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান যে মাঠের বিভিন্ন দিকে শট খেলে রান করতে পারে। স্কয়ারের দিকে সে খুবই শক্তিশালী। ওর ব্যাট ধরার ধরনটা বলে দেয় যে, পয়েন্টের পেছনে এবং থার্ডম্যানের দিকে শট খেলতে সে পছন্দ করে।’

এছাড়া সাকিবের বোলিং দক্ষতা নিয়ে ৪৪ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান বলেন, ‘যখন আপনি চৌকসভাবে এবং বুদ্ধিমত্তা প্রয়োগ করে ক্রিকেট খেলার কথা বলবেন, তখন জেনে রাখুন, বল হাতে সাকিব আসলে সে কাজটাই করে থাকে। সে কখনোই বলকে বেশি টার্ন করাতে পারে না। তবে একজন বাঁহাতি অফ স্পিনার হিসেবে সে খুবই দারুণভাবে বলের ডেলিভারিতে গতির পরিবর্তন করতে পারে। আর সে খুবই আগ্রাসী।’

অজি সাবেক তারকা যোগ করেন, ‘বর্তমান সময়ের অধিকাংশ স্পিনারের চেয়ে সে বাতাসকে অনেক বেশি কাজে লাগায়। এখনকার সাদা বলের ক্রিকেটে অধিকাংশ স্পিনার পিচে বল ফেলে এবং রান স্কোরের সুযোগ দেয় না। সে উল্টোটা করে। সাকিব প্রথম কয়েকটা ডেলিভারিতে ব্যাটসম্যানদের উইকেটে আটকে রাখার চেষ্টা করে এবং তারপর গতিতে পরিবর্তন আনে। ব্যাটসম্যানরা কখন তাকে মারতে যাবে এই অপেক্ষায় থাকে সে।’

সাকিবের পাশাপাশি বিশ্বকাপে তামিম ইকবালও দারুণ কিছু করে দেখাতে পারেন বলে মনে করনে পন্টিং। তিনি জানান, ‘সাকিব অনেক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সে আইপিএল এবং বি বিগ ব্যাশেও অনেক দিন খেলেছে। তাই আপনি যদি বাংলাদেশ দলের দিকে লক্ষ করেন, তা হলে আমার মনে হয়, সাকিব এবং তামিম ইকবাল বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাবে।’

উল্লেখ্য, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ (ওয়ার্ম আপ) খেলছে দলগুলো। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত। রবিবার (২৬ মে) কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। তবে বৃষ্টির কারণে ম্যাচটির একটি ম্যাচও মাঠে গড়ায়নি। অন্য প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার (২৮ মে) একই ভেন্যুতে ভারতের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজা বাহিনী। পরবর্তীতে আগামী ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড