• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ইংলিশদের জন্য সুসংবাদ!

  ক্রীড়া ডেস্ক

২৫ মে ২০১৯, ১৩:৫৮
ইউইন মরগান
ইউইন মরগান (ছবি : সংগৃহীত)

ইউইন মরগানের অধিনায়কত্বেই ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে সেরা ব্যাটিং লাইনআপের তালিকায়ও ইংলিশদের ধরা হচ্ছে। এত কিছু এসেছে মরগানের অধিনায়কত্বেই। তার অধীনেই আয়োজক দেশটি দেখছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু সেই দলনেতাই পড়েছেন ইনজুরিতে! এতে পুরো দলে পড়েছে হতাশার ছায়া; দুশ্চিন্তায় থাকা ইংলিশদের সুসংবাদ দিলেন দেশটির ক্রিকেট বোর্ড ইসিবি। এক বিবৃতিতে বলা হয়- বিশ্বকাপের আগেই ফিট হবেন মরগান।

অনুশীলনের সময় বাঁহাতের আঙুলে চোট পান মরগান। এক্সরে করার পর রিপোর্টে জানা যায় চোট ততটা গুরুতর নয়। শনিবার (২৫ মে) অস্ট্রেলিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচের আগে শুক্রবার অনুশীলনে ফিল্ডিং প্র্যাকটিস করছিলেন ইংল্যান্ড অধিনায়ক, সেখানেই চোট পান তিনি। তবে ৩০ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন ইংলিশ দলপতি। কিন্তু প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড একটি বার্তায় জানান, 'মরগান তার বাঁ হাতের আঙুলে চোট পেয়েছে। হালকা চিড় রয়েছে আঙুলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না। তবে আশা করা হচ্ছে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে পুরোপুরি সুস্থ হয়ে নামতে পারবে সে।'

বিশ্বকাপের মূল পর্বের আগে শনিবার অস্ট্রেলিয়া এবং সোমবার আফগানিস্তানের দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে ইংল্যান্ডের। ম্যাচগুলোতে অংশ নিতে না পারায় হতাশ মরগান। চোটের বিষয়ে তিনি বলেন, 'দুর্ভাগ্যক্রমে আমি আজকের ম্যাচটি মিস করতে যাচ্ছি। অবশ্য টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগেই আমি খেলার জন্য ফিট হয়ে যাব পুরোপুরি। আমি কিছুটা হতাশ যে আজ খেলতে পারছি না।'

ওডি/এএপি