• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

গা গরমের ম্যাচের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে!

  ক্রীড়া ডেস্ক

২৫ মে ২০১৯, ১৩:২০
শিখর ধাওয়ান
নেটে ব্যাট করতে গিয়ে আহত শিখর ধাওয়ান (ছবি : টুইটার)

ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটের মূল প্রস্তুতি শুরু হচ্ছে শুক্রবার (২৪ মে) থেকে। প্রথম দিনে পাকিস্তান-শ্রীলঙ্কা হেরেছে! প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে গা গরমের ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। অনুশীলনে হাতে চোট পেলেন বিজয় শংকর। গতকাল ওভালে ভারতীয় দলের দ্বিতীয় দিনের অনুশীলনে হেলমেটে আঘাত পেলেন শিখর ধাওয়ানও!

নেটে ব্যাট করার সময় খলিল আহমেদের বলে মারাত্মক চোট পান অলরাউন্ডার শংকর। সঙ্গে সঙ্গে নেট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। মাঠে হাজির হন ফিটনেস ট্রেনার প্যাট্রিক ফারহার্ট এবং ফিজিও। ভারতীয় গণমাধ্যমের দাবী- প্রাথমিকভাবে চোট বেশ গুরুতর বলেই মনে হচ্ছে তার! তবে শংকরের চোটের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে এখনো কোনো কিছু জানা যায়নি।

অধিনায়ক কোহলির সঙ্গে শংকর (ছবি : সংগৃহীত)

অন্যদিকে, অনুশীলনে নেটে ব্যাট করার সময় হেলমেটে বল লাগে ধাওয়ানের। ঠোঁটে চোট পান তারকা এই ওপেনার। ফিজিওকে দেখান চোট। সেখানে উপস্থিত ছিলেন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। এ নিয়ে বার্ডের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি।

ওডি/এএপি