• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপে পাকিস্তানি ক্রিকেটারদের স্ত্রী নিষিদ্ধ!

  অধিকার ডেস্ক

২৪ মে ২০১৯, ১৮:৩৩
পাকিস্তানি ক্রিকেটারদের স্ত্রী
স্ত্রীর সঙ্গে শোয়েব মালিক, সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমির। (ছবি : সংগৃহীত)

চলতি বছরের ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। আর এই খেলাকে কেন্দ্র করে প্রায় দেড় মাসের মতো ইংল্যান্ডে অবস্থান করবে অংশগ্রহণকারী দলগুলো।

ক্রিকেটারদের এই লম্বা সময়ে যেন গৃহকাতরতা পেয়ে না বসে, সেজন্য স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখার অনুমতি একাধিক ক্রিকেট বোর্ড দিলেও উল্টো পথে হাঁটছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপ চলাকালীন টিম হোটেলে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের নিষিদ্ধ করেছে।

অর্থাৎ খেলা চলাকালীন টিম হোটেলে পরিবারকে রাখা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তবে ক্ষেত্র বিশেষে নিয়ম শিথিলও করা সম্ভব। যেমন বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে বিশ্বকাপ চলাকালীন স্ত্রীকে রুমে রাখতে পারবেন হারিস সোহেল।

কোনো ক্রিকেটার যদি ইংল্যান্ডে তার পরিবারের সদস্যদের রাখতে চায় সে ক্ষেত্রে সব খরচ ওই ক্রিকেটারকে বহন করতে হবে। তবে সেখানেও শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। ক্রিকেটাররা যে হোটেলে থাকবেন সেখানে একই রুমে থাকতে পারবেন না তাদের পরিবারের কেউ।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালীন স্ত্রী-সন্তানকে পাশে রাখার অনুমতি পেয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু সেই সিরিজে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে সরফরাজ আহমেদের দল। সেই ব্যর্থতার খেসারত হিসেবে বিশ্বকাপে স্ত্রী-সন্তানদের পাশে পাবেন না ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড