• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিঞ্চ-কোহলি ইংল্যান্ডকে এগিয়ে রাখলেও সরফরাজের বাজি পাকিস্তান

  ক্রীড়া ডেস্ক

২৪ মে ২০১৯, ১২:৫২
বিশ্বকাপ- ২০১৯
ফিঞ্চ-কোহলি (বাঁয়ে) ও সরফরাজ (ডানে) (ছবি : সংগৃহীত)

১০ দলের একটাই লক্ষ্য বিশ্বকাপ জয় করা; প্রায় দেড় মাসের এই প্রতিযোগিতা শেষে জানা যাবে কার হাতে ওঠবে স্বপ্নের শিরোপা। আগামী ৩০ মে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের জমজমাট এই আসর। শিরোপা জিতবেন কারা এই নিয়ে মতবেদের শেষ নেই তবে ১০ দলের অধিনায়করা কী ভাবছেন- কারা জিতবে এবারের বিশ্বকাপ? আসুন জেনে নেই কী ভাবছেন তারা-

অ্যারন ফিঞ্চ

কে জিতবে এবারের বিশ্বকাপ এমন প্রশ্নে অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ সোজা বলেই দিলেন বিশ্বকাপের ফেভারিট দল কেবলই ইংল্যান্ড। 'বিগত বছরগুলোতে ইংল্যান্ডের পারফারম্যান্স দেখলে বলাই যায় এবারের আসরে তারাই ফেভারিট। সম্ভাবত তারা নিজেদের সেরা ফর্মে আছে। নিঃসন্দেহে বিশ্বকাপের ফেভারিট তারাই!'

ইউইন মরগান

নিজেদের মাটিতে এবারের বিশ্বকাপ; ঘরের মাঠে হবে খেলা; নিশ্চয়ই এই সুযোগে এগিয়ে থাকবে ইংলিশরা। দলনেতা ইউইন মরগান অবশ্য বিশ্বকাপে নিজেদের ফেভারিট না বললেও নিজেদের মাটিতে টুর্নামেন্ট হওয়াতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে এমনটি বলছেন। 'আমার সত্যি ধারণা নেই! ১০ দল একটা শিরোপা জয়ের জন্য লড়বে। যেখানে লড়াইটা হবে দারুণ; এমন দল রয়েছে যেখানে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে আবার তরুণরাও আছে। আমরা আমাদের লক্ষ্য (শিরোপা) নিয়ে এগোতে চাই।

'তবে হ্যাঁ, বিশ্বকাপের আয়োজন যেহেতু আমাদের মাঠে কিছুটা বাড়তি আত্মবিশ্বাস থাকবে। এখানে আমরা খেলছি, থেকেছি; অনেক অভিজ্ঞতা রয়েছে নিজেদের মাঠে। তবে আমরা এসব কিছু নিতে চাইনা, ভালো খেলতে চাই। আর দলের সব ক্রিকেটারই মুখিয়ে রয়েছে খেলার জন্য।'

বিরাট কোহলি

অজি কাপ্তানের মতো বিরাটও ইংলিশদের ফেভারিট মানছেন। 'আমি ফিঞ্চের সঙ্গে একমত, আমি মনে করি বর্তমান ইংল্যান্ড দলের ফর্মের দিকে তাকালেই বলতে হবে এবারের আসরে তারাই ফেভারিট। শক্তিশালীও বটে; তবে মরগানের সঙ্গে একটি বিষয়ে আমি একমত। ১০টি সেরা দল এখানে খেলবে যেখানে সবাই ব্যালেন্স, শক্তিশালী; আর সবচেয়ে বড় বিষয় এবারের আসরে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে, যা বেশি চ্যালেঞ্জিং। সম্ভাবত ক্রিকেট বিশ্বকাপের সেরা আসর।'

মাশরাফি বিন মর্তুজা

টাইগার কাপ্তান মাশরাফিকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, জবাবে ম্যাশ বলেন, 'আমাদের দলটি এখন দুর্দান্ত, সম্ভাবত এই দলটিই এই যাবতকালের সেরা। দলের কিছু তরুণ ক্রিকেটারও রয়েছে এবং টুর্নামেন্টটি খেলার জন্য সবাই মুখিয়ে রয়েছে।'

এছাড়া নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি, লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও আফগান দলনেতা গুলবাদিন নাইব বিশেষ কোনো দলকে এগিয়ে রাখছেন না। সবার মুখেই একটাই কথা ছিল; এবারের প্রতিযোগিতা হবে দুর্দান্ত। সেরা ১০ দলের লড়াই হবে জমজমাট! প্রতিটি দলই রয়েছে ফর্মে; সুতরাং যে কোনো কিছুই ঘটতে পারে।

সরফরাজ আহমেদ

১০ অধিনায়কের মধ্যে পাকিস্তানের সরফরাজ আহমেদ নিজেদের এগিয়ে রাখছে; ১০ দলের সবাই সেরা হলেও ইংল্যান্ডের মাটিতে সফল পাকিস্তান। ১৯৯৯ সালের বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন ট্রফির কথা মনে করিয়ে দিয়ে সরফরাজ বলেন, 'পাকিস্তান ইংল্যান্ডের মাটিতে অনেক ভালো; আমরা আত্মবিশ্বাসী, ইনশাল্লাহ, আমরা ভালো কিছুই করব।'

ওডি/এএপি