• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কার্ডিফ যাওয়ার আগে টাইগারদের শেষ অনুশীলন

  ক্রীড়া ডেস্ক

২২ মে ২০১৯, ১৮:২৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
লেস্টারে অনুশীলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

দুয়ারে কড়া নাড়ছে ইংল্যান্ড বিশ্বকাপ-২০১৯। আয়ারল্যান্ড-ত্রিদেশীয় সিরিজ শেষে প্রতিযোগিতায় অংশ করতে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশটির লেস্টারে বর্তমানে রয়েছে টাইগাররা। সেখান থেকে কার্ডিফে চলে যাবে পুরো দল। যাওয়ার আগে লেস্টারে শেষবারের মতো অনুশীলন সেরে নিয়েছে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।

আগামী বৃহস্পতিবার (২৩ মে) কার্ডিফের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। এর আগে বুধবার (২২ মে) লেস্টারের মাটিতে শেষবারের মতো অনুশীলন সেরে নেয় বাংলাদেশ। সেখানকার স্থানীয় সময় সকাল ১০টায় ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামে টাইগাররা।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, ‘আমাদের বিশ্বকাপ অনুশীলনের লেস্টার পর্ব আজই শেষ। আগামীকাল আমরা কার্ডিফে চলে যাব। সেখানে আমরা আইসিসির সাপোর্টিং পিরিয়ডের অধীনেই থাকব বাকি সময়টা।’

বিশ্বকাপের আগে কার্ডিফে আগামী রবিবার (২৬ মে) ও মঙ্গলবার (২৮ মে) যথাক্রমে ভারত ও পাকিস্তানের বিপক্ষে গা গরম করার ম্যাচে খেলবে লাল সবুজের জার্সিধারীরা। পরবর্তীতে ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে টাইগাররা। এরপর আগামী ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

ওডি/কে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড