• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপে ৫০০ রানের কল্পনায় ওয়াহ

  ক্রীড়া ডেস্ক

২১ মে ২০১৯, ২১:৫৩
মার্ক ওয়াহ
মার্ক ওয়াহ (বাঁয়ে) (ছবি : সংগৃহীত)

বর্তমান ক্রিকেটে ওয়ানডে খেলার ধরন অনেকটাই পাল্টে গেছে। বড় রান সংগ্রহের মনোভাব নিয়েই যেন মাঠে নামে দলগুলো। স্কোরবোর্ডে ৩০০ কিংবা তার বেশি রান না উঠলে লড়াইও তেমন জমে ওঠে না। এমন সময়ে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে এক ইনিংসে ৫০০ রান হওয়াটাও সম্ভব বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা মার্ক ওয়াহ।

এমন একটা সময় ছিল যখন ৩০০ কিংবা তার কাছাকাছি রান করতে পারলে বেশিরভাগ ম্যাচেই প্রতিপক্ষের বিপক্ষে হেসে-খেলে ম্যাচ জেতা যেত। তবে বর্তমানে ৩০০ রানের সংগ্রহটাও সুবিধাজনক নয়। এই লক্ষ্য ডিঙিয়েও জয় তুলে নেওয়া এখন অনেকটাই হাতের মোয়া। গেল ইংল্যান্ড-ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে চোখ রাখলেই এর উত্তর মিলবে অতি সহজেই। সিরিজটিতে ৩শ এর বেশি টার্গেট দিয়েও ইংল্যান্ডকে দমাতে পারেনি পাকিস্তান। ইংল্যান্ড জিতেছে অনেকটা স্বাচ্ছন্দ্যেই। বোঝাই যাচ্ছে বড় রান তোলাটা এখন কোনো বড় ব্যাপার নয়।

মঙ্গলবার (২১ মে) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াহ বলেছেন, ‘এটা অবিশ্বাস্য শোনায়। আপনি হয়তো ৫০০ রান ছোঁয়ার কথা চিন্তা করবেন না। কিন্তু, আমার মনে হয়, এটা চিন্তা করার সময় এসে গেছে।’

তিনি যোগ করেন, ‘আমি মনে করি, বড় দলগুলোর মধ্যে একটি দল ছোট দলগুলোর যে কোনো একটির বিপক্ষে এই ঘটনা ঘটাবে।’

বিশ্বকাপের বাকি আর মাত্র ৯ দিন। যেখানে ব্যাট হাতে মাঠ মাতাবেন বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটাররা। আসরটিতে ওয়াহের কল্পনা সত্যি কি না কোনো দল সেটিই এখন দেখার অপেক্ষা।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড