• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইংল্যান্ড বিশ্বকাপে থাকবেন রাজ্জাকও

  অধিকার ডেস্ক    ১৯ মে ২০১৯, ০৪:২৪

আবদুর রাজ্জাক ও মাশরাফি
আবদুর রাজ্জাক ও মাশরাফি (ছবি : সংগৃহীত)

ইংল্যান্ড বিশ্বকাপে থাকছেন আবদুর রাজ্জাক! শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও ইংল্যান্ড বিশ্বকাপে সত্যিই থাকছেন ৩৬ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার। তবে বাংলাদেশের হয়ে খেলবেন না তিনি।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি রাজ্জাকের তবে বর্ষীয়ান এই ক্রিকেটারকে বিশেষ দূত হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি। তাই বিশ্বকাপ চলাকালে লন্ডনেই থাকবেন রাজ্জাক। অংশ নেবেন বিভিন্ন প্রচারণামূলক কাজে।

২০০৭ বিশ্বকাপে ১৩ উইকেট নিয়ে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে সুযোগ করে নিয়েছেন এই স্পিনার। বাংলাদেশের হয়ে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে খেলেছেন রাজ্জাক।

রাজ্জাক সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গেল বছর ফেব্রুয়ারিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে খেলেছিলেন নিজের শেষ টেস্ট। সেটিও দীর্ঘদিন পর দলে ডাক পেয়ে।

এখনও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন রাজ্জাক। দেশের পক্ষে ওয়ানডেতে ২০০ উইকেটের কীর্তি গড়া প্রথম বোলার তিনি। এ ছাড়া দেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের কীর্তিও তার।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড