• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপের আগে পাকিস্তান-ভারতের মুখোমুখি বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১৬ মে ২০১৯, ১৬:১১
বাংলাদেশ-ভারত
(ছবি : সংগৃহীত)

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে বর্তমানে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। এরই মধ্যে টাইগাররা নিশ্চিত করে ফেলেছে ফাইনালও। তবে বিশ্বকাপ প্রস্তুতিতে পূর্ণতা আনতে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে মাশরাফি বিন মর্তুজাদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান ও ভারত।

আগামী ২৬ মে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এক দিন পর ভারতের বিপক্ষে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। কার্ডিফে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিট থেকে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি কোনো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেখাবে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে বাংলাদেশ-ভারতের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২ জুন। সেদিন ওভালে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর ৫ মে দিবা-রাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্টিভ রোডসের শিষ্যরা। দুদিন পর ইংল্যান্ডকে মোকাবিলা করবেন সাকিব-তামিমরা। এরপর একে একে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেল গাজী টিভি ও মাছরাঙা টিভি।

উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগামীকাল শুক্রবার (১৬ মে) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। ম্যালাহাইডের দ্য ভিলেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে শিরোপার লড়াই।

ওডি/এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড