• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবরার হত্যায় অমিত-তানভীর ফের রিমান্ডে

  অধিকার ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, ০২:১৬
অমিত সাহা ও খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর
অমিত সাহা ও খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর (ছবি : সংগৃহীত)

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় গ্রেফতার বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা ও খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীরকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই মামলায় গ্রেফাতার বুয়েট শিক্ষার্থী হোসেন মোহাম্মদ তোহাকেও গতকাল পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের আরও সাত দিনের রিমান্ড চাওয়া হয়। রিমান্ডের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাইদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিওন, অনিক সরকার, মুজাহিদুর রহমান মুজাহিদ, মনিরুজ্জামান মনির ও মেহেদী হাসান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

প্রসঙ্গত, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে ডিবি।

ওডি/ এফইউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড