• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পর্শকাতর স্থান থেকে টাওয়ার সরাতে হাইকোর্টের নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর ২০১৯, ১৩:৩৬
মোবাইল টাওয়ার
মোবাইল টাওয়ার সরাতে হাইকোর্টের নির্দেশ। (ছবি : সংগৃহীত)

স্পর্শকাতর জায়গাসহ সকল ঘনবসতিপূর্ণ এলাকা থেকে মোবাইল টাওয়ার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে স্পর্শকাতর জায়গা বলতে ঘনবসতিপূর্ণ এলাকা ছাড়াও হাসপাতাল, স্কুল ও কলেজকে বোঝানো হয়েছে।

হাইকোর্ট এর আগে গত ২৫ এপ্রিল স্পর্শকাতর এলাকা থেকে চার মাসের মধ্যে মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ দেন। বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। সেলফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় আদালত এই রায় দেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সেলফোন টাওয়ারের রেডিয়েশন নিঃসরণ নিয়ে ২০১২ সালে হাইকোর্টে রিট করেন।

পরে ২০১৭ সালের ২২ মার্চ হাইকোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সেলফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশনের মাত্রা উচ্চ পর্যায়ে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড