• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সম্রাটের সহযোগী আরমানকে রিমান্ডে পেল পুলিশ

  আদালত প্রতিবেদক

১৫ অক্টোবর ২০১৯, ১৭:০১
আরমান
এনামুল হক আরমান (ফাইল ফটো)

নগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে মাদক আইনে রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার (১৫ অক্টোবর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ তোফাজ্জল হোসেনের আদালতে রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।

এ সময় রাষ্ট্রপক্ষের হয়ে রিমান্ড শুনানি করেন আদালতের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাজ্জাদুল হক শিহাব ও এপিপি আজাদ রহমান।

এ দিকে এনামুল হক আরমান নগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ৭ আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও আরমানকে আটক করে র‌্যাব। পরে সেখানেই মাদক আইনে আরমানকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (১৪ অক্টোবর) বিকালে র‌্যাব-১ বাদী হয়ে রমনা মডেল থানায় মাদক আইনে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।

প্রসঙ্গত, এ দিন একই আদালতে সম্রাটকে অস্ত্র ও মাদক আইনের দুটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড