• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪২ দিন পর সুপ্রিম কোর্ট খুলছে কাল

  অধিকার ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, ১৬:১৯
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট (ফাইল ফটো)

৪২ দিন ছুটির পর সুপ্রিম কোর্টে রবিবার (১৩ অক্টোবর) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি, আদালতের অবকাশকালীন ছুটির কারণে দীর্ঘ ৪২ দিন সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিস্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে। এ সময়ের জন্য বিচারিক এখতিয়ার দিয়ে প্রধান বিচারপতি অবকাশকালীন বেঞ্চ গঠন করে।

সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শেষে রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ এটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট বারের সভাপতি-সম্পাদক ও বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৩ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিমকোর্টের মূল ভবনের ভেতরে লনে এ সৌজন্য সাক্ষাৎ হবে। বাসস

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড