• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেডিকেল শিক্ষার্থীকে কুপিয়ে পঙ্গু করার দায়ে একজনের যাবজ্জীবন

  ময়মনসিংহ প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭
আদালত
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) শিক্ষার্থী রেজা হাসান ত্বকীকে কুপিয়ে পঙ্গু করার দায়ে আসামি আবু সাঈদ লিমনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ আদেশ দেন। আসামি আবু সাঈদ লিমন কারাগারে রয়েছে।

আদালত সূত্রে মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ জুন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজা হাসান ত্বকী কলেজে যাচ্ছিলেন। এ সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে নগরীর ভাটিকাশর আলিয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় প্রতিবেশী আবু সাঈদ লিমন তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এ সময় ত্বকীর আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আড়াই মাস সেখানে চিকিৎসার পর অবস্থার আরও অবনতি হলে ত্বকীকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানো হয়।

এ ঘটনার দুই দিন পর ত্বকীর বোন জামাই কবির হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে আদালত এ রায় প্রদান করেন।

উল্লেখ্য, মেডিকেল শিক্ষার্থী ত্বকী বর্তমানে পঙ্গু অবস্থায় জীবন-যাপন করছেন।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড