• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীপন হত্যা মামলার শুনানি ৫ সেপ্টেম্বর

  অধিকার ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ১৮:৪৬
ফয়সাল আরেফিন দীপন
প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। (ছবি : সংগৃহীত)

সন্ত্রাসবাদী বিরোধী একটি ট্রাইব্যুনাল প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ্ বাংলা টিম (এবিটি)’র আট সদস্যের বিরুদ্ধে এই শুনানি হবে। ২০১৬ সালে দীপনকে হত্যা করা হয়।

আদালতের কর্মকর্তা রুহুল আমিন বলেন, এ দিন সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচার মো. মজিবুর রহমান ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক ফারহানা ফেরদৌস পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

১৯ মার্চ ট্রাইব্যুনাল চার্জশিট আমলে নিয়ে মামলাটি গ্রহণ করেন এবং বরখাস্তকৃত পলাতক আসামি মেজর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান ১৫ নভেম্বর আট অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট গঠন করেন।

অভিযুক্তরা হলো- বরখাস্তকৃত সেনা মেজর জিয়াউল হক, মইনুল হাসান শামীম, মো. আব্দুস সবুর, খায়রুল ইসলাম, মো. আবু সিদ্ধিক সোহেল, মো. মোজাম্মেল হোসেন সাইমন, মো. শেখ আব্দুল্লাহ্ এবং আকরাম হোসেন ওরফে হাসিব।

অভিযুক্ত আটজনের মধ্যে ছয়জনকে বিভিন্ন সময় গ্রেফতার করা হয়েছে। তারা ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জাগৃতি প্রকাশনীর প্রকাশক দীপনকে ২০১৬ সালের ৩১ নভেম্বর তার আজিজ সুপার মার্কেটের কার্যালয়ে জবাই করে হত্যা করা হয়। তার স্ত্রী রাজিয়া রহমান ওই দিনই শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। বাসস

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড