• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হত্যা-ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগের আসামিদের জামিন নয়

  বিশেষ প্রতিবেদক

০৯ আগস্ট ২০১৯, ২১:৫১
হাইকোর্ট
হাইকোর্ট (ফাইল ফটো)

হত্যা, ধর্ষণ ও ডাকাতির সুনির্দিষ্ট অভিযোগ থাকা আসামিদের জামিন না দেওয়াসহ ১৬ দফা নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চ নির্দেশনা দেন।

এদিন এই আপিল বেঞ্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ঐক্যফন্টের শীর্ষ নেতাদের বিরুদ্ধে নাশকতার মামলায় আগাম জামিন সংক্রান্ত রায় দেওয়া হয়। নির্দেশনায় আট সপ্তাহের বেশি আগাম জামিন না দিতেও বলা হয়েছে।

আপিল বিভাগ রায়ে বলেন, এই রায় হাতে পাওয়ার দুই সপ্তাহের মধ্যে আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সংবিধানের ৩২ অনুচ্ছেদের নতুন ব্যাখ্যা দিয়ে আপিল বিভাগ বলেছেন, এখন থেকে যে কাউকে গ্রেফতার করার ক্ষেত্রে সংবিধানের ৩২ অনুচ্ছেদ মানতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

হাইকোর্ট বিভাগের উদ্দেশে আপিল বিভাগ বলেছেন, হাইকোর্টকে এফআইআর সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে। আসামি যেন কোনো সাক্ষীকে ভয়-ভীতি দেখাতে না পারে, সে বিষয়টি আগাম জামিনের শর্ত হিসেবে জুড়ে দিতে হবে। কাউকে অনির্দিষ্ট সময়ের জন্য জামিন দেওয়া যাবে না।

গত ১৮ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৪ শীর্ষ নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের নিষ্পত্তি করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড