• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারায়ণগঞ্জে তিন মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৭ জুলাই ২০১৯, ২০:৩৮
আদালত
দণ্ডপ্রাপ্ত আসামি ( ছবি : দৈনিক অধিকার )

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকা থেকে ৬৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া তিন মাদক কারবারিকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত।

বুধবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমানের আদালতে হাজির করা হলে তিনি এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৬ জনের সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকার আলী হোসেনের ছেলে ফোরকান (২১), একই জেলার উত্তর নয়াপাড়া গ্রামের কবির আহাম্মেদের ছেলে হারুন (২১) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত শাহ আলমের ছেলে শাহজাহান।

উল্লেখ, ২০১৬ সালের ১৫ এপ্রিল ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে শান্তিধারা হকার্স মার্কেটের সামনে পুলিশ একটি সিএনজি তল্লাশি করে কাটুনের ভেতর থেকে ৬৬ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেন।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড