• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হল-মার্কের জেসমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

  অধিকার ডেস্ক    ১৪ জুলাই ২০১৯, ২২:৪৫

জেসমিন ইসলাম
হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম (ফাইল ছবি)

অর্থ আত্মসাতের মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৪ জুলাই) দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

আদালতে হাজির হয়ে জেসমিন ইসলাম আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জেসমিনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী গাজী শাহ আলমসহ অনেকেই জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে দুদকের পক্ষের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন।

এর আগে গত ১৬ জুন চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাইকোর্টের আপিল বিভাগ জেসমিন ইসালমকে আত্মসমর্পণ করার নির্দেশ।

২০১৬ সালের ১ নভেম্বর জেসমিন ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন। ওই দিন বিকেলে তাকে দুদকের একটি দল রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করে। এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ গত ১০ মার্চ তাকে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। গত ১৬ জুন আপিল বিভাগ জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে জেসমিনকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

ওডি/ আরএডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড