• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কুলছাত্রী অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৬ জুন ২০১৯, ১৬:৩৮
আদালত ভবন
চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালত ভবন

চাঁপাইনাবগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলায় মো. জীবন (২৫) নামে এক যুবকের যাবজ্জীবন (সশ্রম) কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া মামলার অন্য আসামি ওমর ফারুককে খালাস দেন আদালত।

বুধবার (২৬ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. জীবন জেলার শিবগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার মো. আতাউর রহমান আতুর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থেকে মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রীকে দণ্ডপ্রাপ্ত জীবনসহ ৫-৬ জন মিলে ধারালো অস্ত্র দেখিয়ে অপহরণ করে। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একই দিন শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আতিকুর রহমান আসামি জীবন ও ওমর ফারুককে অভিযুক্ত করে ওই বছরের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড