• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনাজপুরে হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ১৭ জনের যাবজ্জীবন

  দিনাজপুর প্রতিনিধি

২৩ জুন ২০১৯, ১৯:২৮
আইনজীবী সমিতি
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির অফিস ভবন

দিনাজপুরের বিরল উপজেলায় আব্দুল বারী নামে একজনকে হত্যা মামলায় জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলাম নামে দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ওই মামলার আরও ৫ নারীসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

রবিবার (২৩ জুন) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক এই রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- বিরল উপজেলার রতনৌর গ্রামের আব্দুর রহমানের দুই ছেলে জাহাঙ্গীর আলম এবং শরিফুল ইসলাম। এছাড়াও তাদের আরও দুই ভাই আব্দুর রাজ্জাক ও মোহবুর রহমানসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৯ অক্টোবর জেলার বিরল উপজেলার রতনৌর মৌজার ১৪ শতাংশ জমির মালিকানা বিরোধে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে দুই ভাই আব্দুল কাফী ও আব্দুল বারী এবং বোন মাহফুজা বেগমকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার একদিন পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল বারী। এ ঘটনায় ওই বছরের ৩১ অক্টোবর মৃতের ভাই আব্দুল বাকী বাদী হয়ে বিরল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড