• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

খালেদার বোমা হামলা মামলার প্রতিবেদন জমার নতুন দিন ধার্য

  অধিকার ডেস্ক

২০ জুন ২০১৯, ২০:৩৯
খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ছবি)

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে করা বোমা হামলার মামলার প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৮ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুন) মামলার তদন্তকারী কমকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী নতুন এ তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখে মুক্তিযোদ্ধা পরিষদের সদস্যরা বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য রাজধানীর গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে প্রাক্তন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের অফিস ঘেরাও করতে রওয়ানা হলে তাদের ওপর বোমা হামলা করা হয়।

ওই বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড