• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফার্মগেটে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

হোটেল মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

  নিজস্ব প্রতিবেদক

২৬ মে ২০১৯, ১৯:৪৭
আমিনুল ইসলাম সজল ও মরিয়ম আক্তার জেরিন
নিহত শিক্ষার্থী আমিনুল ইসলাম সজল ও মরিয়ম আক্তার জেরিন (ফাইল ফটো)

রাজধানীর ফার্মগেটে সম্রাট হোটেলে শিক্ষার্থী মরিয়ম আক্তার জেরিন ও আমিনুল ইসলাম সজল নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলায় দায়ের হয়েছে।

রবিবার (২৬ মে) ঢাকার মহানগর আদালতে নিহত জেরিনের বাবা মোস্তাক আহমেদ এ মামলা করেন। এতে আসামি করা হয় হোটেল মালিক তিনজনকে। সম্রাট হোটেলের ৭ তলার এক কক্ষে এ দুই শিক্ষার্থী মারা যায়।

বাদীপক্ষের আইনজীবী আল আহাদ খান জিকু বলেন, রবিবার ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে মামলাটি হয়েছে। বিচারক নিহত জেরিনের ময়না তদন্ত প্রতিবেদন, সুরতহাল প্রতিবেদন, অপমৃত্যুর মামলাসহ সব কাগজপত্র তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে তেজগাঁও থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- সম্রাট হোটেল মালিক জসিম উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপক রাসেল আহমেদ হোসেন ও কেয়ারটেকার সুমন হোসেন।

জেরিনের বাবা বলেন, আগে থেকে পরিকল্পনা করে আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় আমি মামলা করার জন্য বার বার থানায় গেছি। কিন্তু পুলিশ ঘটনা অন্যখাতে নেওয়ার চেষ্টা করেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।

গেল ২ এপ্রিল তেজগাঁও থানার পুলিশ ফার্মগেটের সম্রাট হোটেল থেকে জেরিন ও সজলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড