• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিচারাধীন বিষয়ে সংবাদ না করতে সুপ্রিম কোর্টের অনুরোধ

  নিজস্ব প্রতিবেদক

১৬ মে ২০১৯, ২২:৩২
আদালত ভবন
ফাইল ফটো

বিচারাধীন বিষয়ে খবর পরিবেশন না করতে সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রাব্বানী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকাল দেখা যাচ্ছে, কোনও কোনও ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে, প্রিন্ট মিডিয়া পত্রিকায় বিচারাধীন মামলা ও এ সংক্রান্ত বিষয়ে খবর পরিবেশন ও স্ক্রল করছে। যা একেবারেই অপ্রত্যাশিত। বিচারাধীন কোনো বিষয়ে খবর পরিবেশন বা স্ক্রল করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্ত প্রত্যাহারে অনুরোধ জানিয়েছে আইন, আদালত ও সংবিধানবিষয়ক সংবিধানদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

যুক্ত বিবৃতিতে সংগঠনের সভাপতি শওকত হোসেন হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে উদ্দেশ্য করে এ অনুরোধ করেন।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড